রাজ্যে সরকারি চাকরির নিয়োগে পরিবর্তন

সরকারি চাকরির নিয়োগে পরিবর্তন আনল রাজ্য সরকার। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৮ বছর বাড়ানো হল। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Updated By: Dec 30, 2011, 08:05 PM IST

সরকারি চাকরির নিয়োগে পরিবর্তন আনল রাজ্য সরকার। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৮ বছর বাড়ানো হল। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
একই সঙ্গে অফিসার ছাড়া অন্য সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে নতুন কমিশন গঠন করছে রাজ্য। আইএএস পরীক্ষার ধাঁচে বিসিএস-পদে নিয়োগ করা হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরির জন্য পরীক্ষায় বসার বয়স আগে ছিল ৩২ বছর।
বামফ্রন্ট সরকারের সময় বয়সের সীমা ৩৭ করা হয়। তবে তা ৫ বছরের জন্য ছিল। ৩১ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তার আগেই শুক্রবার বয়ঃসীমা এক ধাক্কায় ৮ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।
 
আগামী কয়েক বছরে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ৭ মাসে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মোট ২ লক্ষ ৭২ হাজার নতুন পদ তৈরি করা গেছে।  
 
অফিসার ছাড়া অন্য সরকারি পদে নিয়োগের জন্য পিএসসির বিকল্প একটি নতুন কমিশন গঠন করছে রাজ্য সরকার। এর ফলে পিএসসি শুধুমাত্র বিসিএস পরীক্ষার দায়িত্বে থাকবে। সেজন্য আইন সংশোধনেরও কাজ শুরু হয়েছে।

.