আজ মহানবমী! বাঙালির প্রাণে আনন্দ আর বিষাদের স্রোত একসঙ্গে

আজ মহানবমী। বাঙালির প্রাণে আনন্দ আর বিষাদের স্রোত আজ দিনভর বয়ে যাবে একসঙ্গে। হাতে সময় সকাল থেকে রাত পর্যন্তই। তার মধ্যে শুষে নিতে হবে উত্‍সবের সব রং, শব্দ, গন্ধ, স্পর্শ, আনন্দের প্রতিটি উপকরণ। নবমীর রাত যতই বাড়বে ততই এগিয়ে আসবে দেবীর বিদায়ের পালা।

Updated By: Oct 10, 2016, 09:33 AM IST
আজ মহানবমী! বাঙালির প্রাণে আনন্দ আর বিষাদের স্রোত একসঙ্গে

ওয়েব ডেস্ক : আজ মহানবমী। বাঙালির প্রাণে আনন্দ আর বিষাদের স্রোত আজ দিনভর বয়ে যাবে একসঙ্গে। হাতে সময় সকাল থেকে রাত পর্যন্তই। তার মধ্যে শুষে নিতে হবে উত্‍সবের সব রং, শব্দ, গন্ধ, স্পর্শ, আনন্দের প্রতিটি উপকরণ। নবমীর রাত যতই বাড়বে ততই এগিয়ে আসবে দেবীর বিদায়ের পালা।

আরও পড়ুন- মেঘাসুরকে থোড়াই কেয়ার; অষ্টমীর রাত বাড়ছে, বাড়ছে ভিড়

এত বছর বাদেও মনে পড়বে মধু কবির সেই আকুতি, ''যেও না রজনী তুমি লয়ে তারাদলে।'' এর ওপর উত্‍সাহে জল ঢালতে তৈরি মেঘ-বৃষ্টির যুগলবন্দি। তবে এত সহজে হার মানতে রাজি নয় মহানগরীর। গত দু'দিনেই তা প্রমাণিত। অতএবআজকের এই  নবমী তিথি  হয়ে উঠুক  উত্‍সবের পূর্ণ প্রকাশের মুহুর্ত। উত্‍সব পৌছে যাক তার পূর্ণতার বিন্দুতে।

.