Purulia: বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, ৪ বছর পর রায় ঘোষণা আদালতের
Purulia: শনিবার পুরুলিয়া জেলা আদালতে এই মামলার রায়দান করেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক প্রথম আদালত) শর্মিষ্ঠা ঘোষ
মনোরঞ্জন মিশ্র: খুনের দায়ে বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদন্ড। অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা। শনিবার এমনই এক সাজা ঘোষণা হল পুরুলিয়া জেলা আদালতে।
আরও পড়ুন-বাংলাদেশে নাটোরের মন্দিরে হামলা, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার সেবায়েতের মৃতদেহ
উল্লেখ্য, গত ২০২০ সালের ২৩ অক্টোবর পুরুলিয়ার কোটশিলা থানার মাঝিডি গ্রামের বাসিন্দা বীরেন কুমার এবং তার দুই ছেলে শিবরাম কুমার, পরমেশ্বর কুমার গ্রামেরই বাসিন্দা রাজেশ কুমারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরিবারের লোকজন গুরুতর রক্তাক্ত অবস্থায় রাজেশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলে সম্পর্কে বাবা ও দুই ছেলেকে গ্রেফতার করে পুলিস । অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩০২, ৩৪ মামলা রুজু হয়। মামলা চলে পুরুলিয়া জেলা আদালতে।
আজ শনিবার পুরুলিয়া জেলা আদালতে এই মামলার রায়দান করেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক প্রথম আদালত) শর্মিষ্ঠা ঘোষ । আদালতের রায়ে বাবা বীরেন কুমার এবং তার এক ছেলে শিবরাম কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন । অন্যদিকে পরমেশ্বর কুমারের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ওই যুবকের মামলা যায় জুভেনাইল কোর্টে। সেই মামলা এখনও চলছে ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)