'দুয়ারে দশভূজা অক্সিজেন হাব', কোভিড মোকাবিলায় নয়া উদ্যোগ বেলেঘাটা পুজো কমিটির

দুয়ারে দশভূজা দুর্গোৎসব অক্সিজেন হাব তৈরি করে করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়েছেন তারা।

Updated By: May 23, 2021, 01:33 PM IST
'দুয়ারে দশভূজা অক্সিজেন হাব', কোভিড মোকাবিলায় নয়া উদ্যোগ বেলেঘাটা পুজো কমিটির
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিততে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে অক্সিজেন হাব। কোভিড রোগীদের সাহায্য করতেই পাশে দাঁড়িয়েছেন নানা রাজনৈতিক দল ও সিনে জগতের মানুষেরা। গড়ে উঠেছে সেফ হোম, স্বেচ্ছা সেবকরা জোগাচ্ছেন অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, খাবার। এরই মধ্যে নতুন উদ্যোগ নিয়েছে বেলেঘাটা ৩৩ নম্বর পুজো কমিটি। 

দুয়ারে দশভূজা দুর্গোৎসব অক্সিজেন হাব তৈরি করে করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়েছেন তারা। স্থানীয় বিধায়ক ও ক্লাবের উপদেষ্টা পরেশ পালের সাহায্যে রবিবার থেকেই শুরু হয়েছে অক্সিজেন হাবের কাজ। এর সঙ্গেই চলছে সচেতনতা বৃদ্ধি। প্রথম পর্যায়ে দুটি বেড, অক্সিজেন ও ওষুধ রাখা হয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা তো রয়েইছে। 

আরও পড়ুন, একই দিনে করোনায় তিনজনের মৃত্যু, ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য

অন্যদিকে, ত্রিধারা সম্মিলনী ও দেশপ্রিয় পার্ক দুর্গা উৎসব কমিটির উদ্যোগে ৮৬ নম্বর ওয়ার্ডে তৈরি হলো সেফ হোম। ৩০ টি বেডের সেফ হোমে থাকবে সবরকম মেডিক্যাল সাপোর্ট। সেফ হোমের সহায়তা করবে স্বাস্থ্য দফতর। এছাড়া কথা বলা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে। রবিবার সেখানে উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য। 

.