সময়ের ছাই
যে যার মিছিলে জুড়ে যাবে একে একে/কেবল তোমাকে ভুলতে পারে না কেউ।
Updated By: May 23, 2021, 05:25 PM IST
শ্রীজাত
সকলকে নিয়ে হাঁটা তো সহজ নয়,
শরীরে মিছিল নেওয়াও কঠিন খুব।
কে জানে কখন কাছে ডেকে নেয় ক্ষয়...
কে জানে কোনটা শেষ কুম্ভের ডুব...
তবুও সাহস মাথা তোলে বারবার
মানুষের ডাকে সাড়া দেয় ফিরে ফিরে,
একবার গেলে ফিরবে না কেউ আর
সময়ের ছাই ভেসে আসে নদীতীরে।
তুমি ছিলে ব'লে অনেকে স্বপ্ন দ্যাখে
তুমি নেই, তাই অনেকের কাঁধে ঢেউ...
যে যার মিছিলে জুড়ে যাবে একে একে
কেবল তোমাকে ভুলতে পারে না কেউ।
আস্তে আস্তে সয়ে যায় সব শোক,
অভিঘাত এসে মিশে যায় সম্বিতে।
তবুও এবারে পারবে না জানি চোখ
কান্নার শেষে অঞ্জন মুছে নিতে...