West Bengal School Reopen Case: স্কুল খোলা নিয়ে সাবধানী রাজ্য, ৮৫ শতাংশ পড়ুয়ার টিকাকরণ শেষ করতে চায় সরকার
১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকার স্কুল খোলার বিপক্ষে নয়। তবে তাঁরা সাবধানী। শুক্রবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি জানান, স্কুল খোলার আগে ৮৫ শতাংশ পড়ুয়ার প্রথম দফার টিকাকরণ শেষ করতে চাইছে রাজ্য সরকার।
এছাড়া স্কুল শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর, অভিভাবক, পড়ুয়াদেরও মতামত নিতে চাইছে রাজ্য সরকার। সমস্ত মতামত নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে স্কুল খোলার বিষয়ে রিপোর্ট দেবে রাজ্য। ওইদিন মামলার পরবর্তী শুনানি। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ১৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। সেজন্য ৪৫ লক্ষ টিকা দরকার। এখনও প্রথম দফায় টিকা পেয়েছে প্রায় ৩৩ লক্ষ।
তিনি আরও বলেন, "ওমিক্রমের জন্য দ্রুত হারে সংক্রমণ বাড়ছে। এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সব কথা মাথায় রাখতে হয়। এই টিকা যে পোলিও'র মতো সুরক্ষা দেবে সেটা বলা যায় না। এছাড়া ১৫ বছরের নীচে বাচ্চাদের এখনও ভ্যাকসিন হয়নি।" এজি জানান, পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরুর কথা ভাবছে সরকার।
আরও পড়ুন: “নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?”, তৃণমূলের মুখপত্রে তোপ রাজ্যপালকে