শব্দ যন্ত্রণা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের দাওয়াই কলকাতা পুলিসের

শব্দবাজির সীমা ৯০ ডেসিবেলের বেশি হলেই কড়া পদক্ষেপ নেওয়ার রাস্তা খোলা রাখছে রাজ্য সরকার। এই আইন প্রয়োগ করে পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে পুলিস। তবে কীভাবে পুলিস ব্যবস্থা নেয় তার ওপর নির্ভর করছে সব কিছুই। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৯০ ডেসিবেল পর্যন্ত শব্দবাজির সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গ্রিন বেঞ্চে মামলা হলেও, সরকারের পাশেই গ্রিন বেঞ্চ। সরকারি নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।   

Updated By: Nov 2, 2013, 11:07 AM IST

শব্দবাজির সীমা ৯০ ডেসিবেলের বেশি হলেই কড়া পদক্ষেপ নেওয়ার রাস্তা খোলা রাখছে রাজ্য সরকার। এই আইন প্রয়োগ করে পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে পুলিস। তবে কীভাবে পুলিস ব্যবস্থা নেয় তার ওপর নির্ভর করছে সব কিছুই। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৯০ ডেসিবেল পর্যন্ত শব্দবাজির সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গ্রিন বেঞ্চে মামলা হলেও, সরকারের পাশেই গ্রিন বেঞ্চ। সরকারি নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। 
 
পরিবেশ রক্ষা আইন অনুযায়ী কেউ শব্দ দূষণ ছড়ালে তার পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা দুটোই হতে পারে। দ্বিতীয়ত ব্যবস্থা নেওয়া যাবে, বিস্ফোরক আইন অনুযায়ী। আইন লঙ্ঘনে সে ক্ষেত্রে তিন বছরের জেল হতে পারে কোনও ব্যক্তির। তৃতীয়ত, কোনও বাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি বা হাওয়াই বা রকেট ছোঁড়া হলে, দমকল আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। 
 
এরপরেও, ভারতীয় দণ্ডবিধির একশ অষ্ট আশি ধারা অনুযায়ী সরকারি নির্দেশ অমান্য করার জন্য এক  থেকে ছয় মাস পর্যন্ত জেল ও জরিমানা বা দুটিই হতে পারে। শব্দদানবের কারণে কোনও ব্যক্তির প্রাণনাশের আশঙ্কা থাকলে তিন মাস পর্যন্ত জেল হতে পারে অভিযুক্তের।
 
পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার জানিয়েছেন, শব্দ বাজি রুখতে শহরজুড়ে ছাব্বিশটি ভ্রাম্যমান গাড়িতে পুলিস ও পরিবেশ দফতরের অফিসারেরা যৌথভাবে টহল দেবেন। শনি ও রবিবার বিকেল পাঁচটা থেকে ভোর চারটে পর্যন্ত খোলা থাকছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানানো যাবে।
 
কন্ট্রোল রুমের নম্বরগুলি হল-
1800-345-3390
033-2335 8212
033-2335 3913
শব্দবাজি রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিসও। শহরজুড়ে একশটিরও বেশি অটোতে নজরদারি চালাবে পুলিস। শব্দবাজির দৌরাত্ম্য ঠেকাতে আকাশপথেও উড়ুক্কু যানে নজরদারি চালানো হবে। বহুতলগুলিতেও চলবে নজরদারি।
 
শব্দবাজি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই। কিন্তু তা কতটা কার্যকর হয় সে দিকেই তাকিয়ে সকলে। এক একটি অভিযোগকে কীভাবে পুলিস দেখে তার ওপরই নির্ভর করছে শাস্তির বিষয়টিও।

.