Sinthi: সিঁথির মোড়ে অটো চালকে দুষ্কৃতীদের 'মারধর', অন্য ড্রাইভারদের 'তুমুল' বিক্ষোভ
আশঙ্কাজনক অবস্থায় শীতল গোস্বামী নামে ওই অটোচালক আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনারই প্রতিবাদে ওই রুটে অটো চালানো বন্ধ করে দেন চালকরা।
নিজস্ব প্রতিবেদন: সিঁথি মোড়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অটো চালক। প্রতিবাদে অটো রুট বন্ধ করে দিলেন অটো চালকদের। কাশীপুর থানায় বিক্ষোভ দেখান তাঁরা।
অটো চালকদের দাবি, সোমবার দুপুরে সিঁথির মোড়ের অটো স্ট্যান্ডের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। ওই সময় এক অটো চালক গাড়িটি সরাতে বলেন। গাড়ির চালক ও আরোহির সঙ্গে তাঁর বচসা হয়। সেই সময় অন্য অটো চালকরা তা মিটিয়ে দেয়।
অভিযোগ, এরপর সন্ধায় ওই গাড়ির চালক ও বেশ কয়েকজন দুষ্কৃতী এসে, ওই অটো চালককে ব্যাপক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় শীতল গোস্বামী নামে ওই অটোচালক আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনারই প্রতিবাদে ওই রুটে অটো চালানো বন্ধ করে দেন চালকরা। কাশীপুর থানার সামনে দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় অটো চালকরা।