বাগুইআটিতে ফের অটো চালকের দাদাগিরি, আক্রান্ত ছাত্র
ফের অটো চালকের দাদাগিরি। অভিযোগ এক ছাত্রকে হেনস্থার পর মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। আরও অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। পরে ১০০ ডায়াল করে সরাসরি লালবাজারে অভিযোগ দায়ের করে আক্রান্ত ছাত্র শুভজিত ঘোষাল। ওই অটো চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ।
Updated By: Apr 13, 2017, 02:20 PM IST
ওয়েব ডেস্ক : ফের অটো চালকের দাদাগিরি। অভিযোগ এক ছাত্রকে হেনস্থার পর মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। আরও অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। পরে ১০০ ডায়াল করে সরাসরি লালবাজারে অভিযোগ দায়ের করে আক্রান্ত ছাত্র শুভজিত ঘোষাল। ওই অটো চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ।
আরও পড়ুন, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে সাড়ে ৪২ হাজারের বেশি ভোটে জয়ী চন্দ্রিমা ভট্টাচার্য
আরও পড়ুন, উপনির্বাচনে গৈরিক উত্থান, কাঁথি দক্ষিণে দ্বিতীয় স্থানে বিজেপি