LIVE : রাজ্যে ৬ দফায় ৭ দিনে ভোট, ভোট শুরু ৪ এপ্রিল থেকে, শেষ ৫ মে, গণনা ১৯ মে

২০১৬ রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে মোট ৮২৪টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। রাজ্যের আসন ২৯৪টি। ঘোষণার পরক্ষণেই রাজ্যে লাগু হচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।

Updated By: Mar 4, 2016, 04:57 PM IST
LIVE : রাজ্যে ৬ দফায় ৭ দিনে ভোট, ভোট শুরু ৪ এপ্রিল থেকে, শেষ ৫ মে, গণনা ১৯ মে

ওয়েব ডেস্ক : ২০১৬ রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে মোট ৮২৪টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। রাজ্যের আসন ২৯৪টি। ঘোষণার পরক্ষণেই রাজ্যে লাগু হচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।

  • ১৯ মে সব আসনের ভোটগণনা।
  • ৬ষ্ঠ দফায় ৫ মে ২৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
  • ৫ম দফায় ৩০ এপ্রিল ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
  • ৪র্থ দফায় ২৫ এপ্রিল ৪৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
  • ৩য় দফায় ২১ এপ্রিল ৬২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
  • ২য় দফায় ১৭ এপ্রিল ৫৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
  • ১ম দফায় ৪ এপ্রিল ১৮টি বিধানসভা কেন্দ্রে ও ১১ এপ্রিল ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
  • মাওবাদী অধ্যুষিত এলাকায় ২ দিনে ভোট।
  • রাজ্যে ভোট নেওয়া হবে ৬ দফায়।

 

  • GPS-এর মাধ্যমে নজরদারি চালাবে কমিশন।
  • ভোটে দুষ্কৃতীরাজ রুখতে কড়া পদক্ষেপ নেবে কমিশন। বাজেয়াপ্ত করা হবে বেআইনি অস্ত্র।
  • মিলিয়ে দেখা হবে মোবাইল নাম্বার।
  • সচিত্র ভোটার স্লিপ বাধ্যতামূলক।
  • প্রতি জেলায় ৫ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক।

 

  • আধাসেনার কাজ তদারকি করবে কমিশন।
  • পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গ ও অসমে।
  • এবারের ভোটে NOTA -র জন্য প্রতীক।
  • পর্যবেক্ষকদের উপরও নজরদারি চালাবে কমিশন।

 

  • রাজ্যে ভোট নেওয়া হবে ৭৭২৪৭টি বুথে।
  • রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ।
  • বুথে ৭ ধরনের সুবিধা থাকবে ভোটদাতাদের জন্য।
  • সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কাম্য।
.