অ্যাপোলো কাণ্ডে পুলিসের স্ক্যানারে এবার আরও দুই শীর্ষ কর্তা

অ্যাপোলো কাণ্ডে পুলিসের স্ক্যানারে এবার আরও দুই শীর্ষ কর্তা। হাসপাতালের ২ DGM-কে তলব করল ফুলবাগান থানার পুলিস। আগামিকাল তাদের থানায় আসতে বলা হয়েছে। দুই শীর্ষ কর্তার মধ্যে রয়েছেন DK ঘোষ অন্যজন জয়দীপ দাস। সঞ্জয় রায়ের ৩ বন্ধুকে আজ ডেকে পাঠিয়েছে ফুলবাগান থানা। তাদের বয়ানও রেকর্ড করা হবে।

Updated By: Mar 19, 2017, 01:44 PM IST
অ্যাপোলো কাণ্ডে পুলিসের স্ক্যানারে এবার আরও দুই শীর্ষ কর্তা

ওয়েব ডেস্ক : অ্যাপোলো কাণ্ডে পুলিসের স্ক্যানারে এবার আরও দুই শীর্ষ কর্তা। হাসপাতালের ২ DGM-কে তলব করল ফুলবাগান থানার পুলিস। আগামিকাল তাদের থানায় আসতে বলা হয়েছে। দুই শীর্ষ কর্তার মধ্যে রয়েছেন DK ঘোষ অন্যজন জয়দীপ দাস। সঞ্জয় রায়ের ৩ বন্ধুকে আজ ডেকে পাঠিয়েছে ফুলবাগান থানা। তাদের বয়ানও রেকর্ড করা হবে।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণ ও নজরদারিতে আজ কমিশন গড়বে রাজ্য সরকার

ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যুর পর থেকেই স্ক্যানারে ওঠে রাজ্যের একের পর এক বেসরকারি হাসপাতাল। স্ক্যানারে ওঠে অ্যাপোলো হাসপাতালও। রাজ্য সরকারের পক্ষ থেকে এই হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আনা হয়েছে নতুন আইন।

.