আনমোল জৈন হত্যা রহস্যে পুরনো আক্রোশেরই গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা

আনমোল জৈন হত্যা রহস্যে পুরনো আক্রোশেরই গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা। উঠে আসছে পারিবারিক ব্যবসার পুরনো কর্মচারী রাহুল সিংহের নাম। বড়বাজারে আনমোলের স্বামীর কাপড়ের ব্যবসা। সেখানেই কাজ করতেন কড়েয়ার বাসিন্দা রাহুল। কিছুদিন আগে চাকরি চলে যায় রাহুলের। তারপর থেকে মাঝেমাঝেই আনমোলকে ফোন করতেন তিনি। তাঁর স্বামী যাতে বিষয়টি মিটমাট করে দেন সে ব্যাপারেই রাহুল অনুরোধ করতেন বলে দাবি গোয়েন্দাদের। গতকাল সকালেও তিনি ফোন করেছিলেন আনমোলকে। বড়বাজারে একটি দুর্ঘটনার ব্যাপার মিটিয়ে দেওয়ার জন্য আনমোলের স্বামীর হস্তক্ষেপ চান তিনি। আনমোল তাঁকে স্বামীর সঙ্গে দেখা করতে বলেন। এরপরেই আনমোলের ফ্ল্যাটে আসেন রাহুল। তারপর থেকেই আনমোলের ফোন সুইচড অফ ছিল বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকেই রাহুল ফেরার। তাঁর ফোনের টাওয়ার লোকেশন ধরে তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিস। তাঁর দাদাকে কড়েয়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিস।

Updated By: Dec 3, 2015, 08:58 AM IST
আনমোল জৈন হত্যা রহস্যে পুরনো আক্রোশেরই গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা

ওয়েব ডেস্ক: আনমোল জৈন হত্যা রহস্যে পুরনো আক্রোশেরই গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা। উঠে আসছে পারিবারিক ব্যবসার পুরনো কর্মচারী রাহুল সিংহের নাম। বড়বাজারে আনমোলের স্বামীর কাপড়ের ব্যবসা। সেখানেই কাজ করতেন কড়েয়ার বাসিন্দা রাহুল। কিছুদিন আগে চাকরি চলে যায় রাহুলের। তারপর থেকে মাঝেমাঝেই আনমোলকে ফোন করতেন তিনি। তাঁর স্বামী যাতে বিষয়টি মিটমাট করে দেন সে ব্যাপারেই রাহুল অনুরোধ করতেন বলে দাবি গোয়েন্দাদের। গতকাল সকালেও তিনি ফোন করেছিলেন আনমোলকে। বড়বাজারে একটি দুর্ঘটনার ব্যাপার মিটিয়ে দেওয়ার জন্য আনমোলের স্বামীর হস্তক্ষেপ চান তিনি। আনমোল তাঁকে স্বামীর সঙ্গে দেখা করতে বলেন। এরপরেই আনমোলের ফ্ল্যাটে আসেন রাহুল। তারপর থেকেই আনমোলের ফোন সুইচড অফ ছিল বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকেই রাহুল ফেরার। তাঁর ফোনের টাওয়ার লোকেশন ধরে তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিস। তাঁর দাদাকে কড়েয়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিস।

 

.