শহরে এলেন অমিত শাহ, বার্তার অপেক্ষায় রাহুলরা

শহরে এলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজ ইউনিয়ান চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সভামঞ্চ থেকেই রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন তিনি। একদিনের এই সফরসূচিতে রয়েছে সায়েন্স সিটিতে বইয়ের উদ্বোধন। এরই ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ।

Updated By: Aug 12, 2015, 10:55 AM IST
শহরে এলেন অমিত শাহ, বার্তার অপেক্ষায় রাহুলরা

ওয়েব ডেস্ক: শহরে এলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজ ইউনিয়ান চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সভামঞ্চ থেকেই রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন তিনি। একদিনের এই সফরসূচিতে রয়েছে সায়েন্স সিটিতে বইয়ের উদ্বোধন। এরই ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ।

গতমাসেই হাওড়ার কর্মীসভায় ২০১৯ লোকসভা নির্বাচনকে টার্গেট করে দলীয় কর্মীদের ঝাঁপানোর বার্তা দিয়েছিলেন বিজেপি সভাপতি। তা নিয়ে পদ্ম শিবিরের অন্দরেই সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তবে কী দুহাজার ষোল শাসকদলের হাতেই তুলে দিলেন বিজেপি নেতারা? অভিযোগ ওঠে, পদ্ম-ঘাসফুলের সমঝোতার। রাজনৈতিক মহলের ধারনা, এবারের সফরে ২০১৬-র জন্যই দলীয় কর্মীদের বার্তা দেবেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড।

.