সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত অমিত মিত্রর
সারদাকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে তাঁর দাবি, সারদা নিয়ে রাজ্যের তরফে সিটের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত।
সারদাকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে তাঁর দাবি, সারদা নিয়ে রাজ্যের তরফে সিটের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত।
শ্যামল সেন কমিশন গঠন করে সারদাকাণ্ডে প্রতারিতদের একাংশকে টাকা ফেরত দিয়েছে রাজ্য সরকার। এবার সিবিআই তদন্ত করে সারদাকাণ্ডে বাকি প্রতারিতদের টাকা ফেরত দিক কেন্দ্রীয় সরকার। দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
সারদা কেলেঙ্কারির তদন্ত করবে সিবিআই। শুক্রবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের বিরোধিতা করেছিল রাজ্য। গত এক বছরে সারদা কেলেঙ্কারির সঙ্গে বারবার নাম জড়িয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের।