চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআইয়ের দাবিতে শহরের রাস্তায় আন্দোলন

সারদা সহ রাজ্যের অন্যান্য চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত হোক। দেওয়া হোক প্রয়োজনীয় ক্ষতিপূরণ। এই দুই দাবিতে সারা ভারত ক্ষুদ্র আমানতকারী ও এজেন্ট সুরক্ষা কমিটির তরফে আজ কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি পর্যন্ত মিছিল হয়। মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা।

Updated By: May 8, 2014, 07:34 PM IST

সারদা সহ রাজ্যের অন্যান্য চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত হোক। দেওয়া হোক প্রয়োজনীয় ক্ষতিপূরণ। এই দুই দাবিতে সারা ভারত ক্ষুদ্র আমানতকারী ও এজেন্ট সুরক্ষা কমিটির তরফে আজ কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি পর্যন্ত মিছিল হয়। মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা।

রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারির সিবিআই তদন্ত দাবি করে এবার পথে নামল সারা ভারত ক্ষুদ্র আমানতকারী ও এজেন্ট সুরক্ষা কমিটি। বৃহস্পতিবার কলেজস্কোয়ার থেকে রানি রাসমনি রোড পর্যন্ত মিছিলের ডাক দেয় ওই কমিটি। সিবিআই তদন্তের পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান বিক্ষোভকারীরা।

আমানতকারীদের পাশাপাশি মিছিলে পা মেলান সারদা সহ একাধিক চিটফান্ড সংস্থার এজেন্টরাও।

এদিন চিটফান্ড তথ্য ডট কম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই ওয়েবসাইটের মাধ্যমে চিটফান্ড সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন এজেন্ট ও আমানতকারীরা। বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিলে সামিল এজেন্ট ও আমানতকারীদের পাশে ছিলেন অম্বিকেশ মহাপাত্র ও শিলাদিত্যও।

.