Abhishek Banerjee: নতুন বছরেই ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতা প্রদান, কথা রাখলেন অভিষেক...

 বার্ধক্যভাতার আবেদনে বিপুল সাড়া। টার্গেট ছিল ৭০ হাজার। কিন্তু প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে। তৃণমূল সূত্রে তেমনই খবর।

Updated By: Dec 28, 2023, 09:42 PM IST
Abhishek Banerjee: নতুন বছরেই ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতা প্রদান, কথা রাখলেন অভিষেক...

প্রবীর চক্রবর্তী: আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ। নিজের সংসদীয় এলাকায় ডায়মন্ড হারবারে এবার বার্ধক্য়ভাতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কবে? ৭ জানুয়ারি, পৈলানে।

আরও পড়ুন:  Tax Penalty: নতুন বছরে উপহার, গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানা মকুব!

ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতার আবেদনে বিপুল সাড়া। টার্গেট ছিল ৭০ হাজার। আবেদন জমা নেওয়ার জন্য এলাকা ক্যাম্প খুলেছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কত আবেদন জমা পড়ল? প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে। আগামী ৭ জানুয়ারি পৈলানে আবেদকারীদের বার্ধক্যভাতা দেবেন অভিষেক।

ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতার আবেদনে বিপুল সাড়া। টার্গেট ছিল ৭০ হাজার। আবেদন জমা নেওয়ার জন্য এলাকা ক্যাম্প খুলেছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কত আবেদন জমা পড়ল? প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে। আগামী ৭ জানুয়ারি পৈলানে আবেদকারীদের বার্ধক্যভাতা দেবেন অভিষেক।

জানা গিয়েছে, শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা এলাকাতেই বার্ধক্যভাতা পেতে পারেন, এমন মানুষের সংখ্যা ৭০ হাজার। অনেকেই আবেদন করেছেন, কিন্তু ভাতা পাননি। তাঁদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নেন স্থানীয় সাংসদ অভিষেক। ফলতায় এক জনসভায় তিনি ঘোষণা করেছিলেন, ৭৯ হাজার মানুষের বার্ধক্যভাতার ব্যবস্থা করে দেওয়া হবে।

তৃণমূল সূত্রে খবর, ক্যাম্প চালুর হওয়ার পর প্রথম ৬ দিনেই ৪৭ হাজার আবেদন জমা পড়ে। এরপর আরও বেশ কিছু আবেদন নেওয়া হয়।  অভিষেক জানান, আবেদনকারীর সংখ্য়া ১ লক্ষেরও কাছাকাছি হলেও ভাতা দেওয়া হবে। বাস্তবে হলও তাই।

আরও পড়ুন:  Mohammed Salim: 'হাওড়া তো কোন ছাড়! গোটা রাজ্যে ঝামেলা করছে তৃণমূল'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.