Abhishek Banerjee: রামলালার প্রতিষ্ঠা নিয়ে মোদী-বিজেপিকে 'বেনজির' আক্রমণ অভিষেকের!

Abhishek Banerjee attacks Narendra Modi: রাম প্রতিষ্ঠা করার তুমি কে? মানুষ কিং মেকার। চাঁছাছোলা আক্রমণ অভিষেকের।

Updated By: Jun 5, 2024, 04:57 PM IST
Abhishek Banerjee: রামলালার প্রতিষ্ঠা নিয়ে মোদী-বিজেপিকে 'বেনজির' আক্রমণ অভিষেকের!

প্রবীর চক্রবর্তী: "যারা ৪০০ পার বলেছিল, তাদের অবস্থা কি হয়েছে, দেশের প্রমাণ করে দিয়েছে। এখন বিজেপি নেতারা জবাব দিন।" লোকসভা ভোটের ফলাফলে দেশে বিজেপির আশাব্যঞ্জক ফল হয়নি। ৪০০ তো দূরের কথা। ৩০০-র গন্ডি পর্যন্ত পেরতে পারেনি এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপিও। আর তারপরই এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বিজেপিকে একহাত নিয়ে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

বিজেপির পাশাপাশি অযোধ্য়ায় রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে নরেন্দ্র মোদীকেও বিঁধেছেন অভিষেক। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন,"রাম প্রতিষ্ঠা করার তুমি কে? তুমি তো নিজেই ওখানে হেরে গিয়েছ। মানুষ কিং মেকার।" একইসঙ্গে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়েও মন্তব্য করেছেন অভিষেক। বলেন, "আমি বৈঠকে যাচ্ছি। সেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল আসবে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূলের অবস্থান ইন্ডিয়া জোটের বৈঠকে জানাব।" প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "ইন্ডিয়া জোটের পাশে আছি। তবে আমি ডাকলেই যেতে পারব না। কাল অভিষেক যাবে। আমার অনেক কাজ আছে।" 

আরও বলেন, "আমি চাই ইন্ডিয়া থাক, মোদী যাক। মোদী অনেকের ঘর ভেঙেছে, মানুষ ওদের কোমর ভেঙে দিয়েছে। প্রচারে এসে বলেছিলেন আব কি বার ৪০০ পার। আমি বলেছিলাম ২০০ পার হবে কিনা দেখে রাখুন। এখন পা ধরতে হচ্ছে নীতিশ আর টিডিপির। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি।" আজকের ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা। থাকবেন এমকে স্তালিন এবং আপের প্রতিনিধিরাও। কংগ্রেসের তরফে থাকবেন সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেনুগোপাল সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। তবে আজকের ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না উদ্ধব ঠাকরে। দলের প্রতিনিধি পাঠাবেন তিনি।

আরও পড়ুন, TMC | Lok Sabha Election Result: লোকসভা ভোটের ফলপ্রকাশের পরই 'নয়া স্ট্র্যাটেজি' তৃণমূলের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.