বেনিয়াপুকুর অঞ্চল থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়

যুবক একটি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। 

Updated By: Jun 12, 2021, 12:58 PM IST
 বেনিয়াপুকুর অঞ্চল থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিবেদন: এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়াল শহর-কলকাতায়। 

বেনিয়াপুকুর থানা এলাকার ঘটনা। পুলিসের অনুমান, যুবক ২-৪ দিন আগেই মারা গিয়েছেন। এবং পুলিসের প্রাথমিক অনুমান, এটা খুন। তবে এখনও পর্যন্ত কেউ কোনও অভিযোগ জানাননি।

এলাকায় গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় সূত্রে জেনে পুলিস তল্লাশিতে নামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম রামকৃষ্ণ ঘোষাল, আগরপাড়ার বাসিন্দা। বয়স ৩০ বছরের মতো। যেখানে দেহ পাওয়া গিয়েছে সেই ঠিকানা-- ২২ এল গোরাচাঁদ রোড। এই বাড়ির লোকেদের একটি ওষুধের দোকানে যুবকটি কাজ করতেন।

আরও পড়ুন; বিজেপি করা যায় না, মুকুল মানসিক শান্তি পেল, শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল: Mamata

পুলিস ওই বাড়ির ও ওই এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে।  এলাকাবাসীরা জানিয়েছেন, এলাকার কারও সঙ্গেই ওই যুবকের কোনও অশান্তি বিবাদ বা তিক্ত সম্পর্কের কথা তাঁরা শোনেননি। 

পুলিস তদন্ত চালাচ্ছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন; Newtown Encounter কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার সুমিত কুমার

.