কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'টুম্পা'য় নাচ-গানে Partha-র কাছে দুঃখপ্রকাশ ৫ অভিযুক্তের
কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পুজোয় 'টুম্পা' গানের তালে নাচতে দেখা গিয়েছিল ছাত্রছাত্রীদের।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে চত্বরে সরস্বতী পুজোয় বেজেছিল 'টুম্পা' গান। শতাব্দীপ্রাচীন শিক্ষাঙ্গনে এমন চটুল গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ওই ঘটনায় অভিযুক্ত ৫ জন পড়ুয়া বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দেখা করে দুঃখপ্রকাশ করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পুজোয় অধুনা জনপ্রিয় 'টুম্পা' গানের তালে নাচতে দেখা গিয়েছিল ছাত্রছাত্রীদের। বিতর্কের মুখে ওই ঘটনায় ৫ অভিযুক্তকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২ বছর তাঁদের ক্যাম্পাসে ঢোকায় জারি হয় নিষেধাজ্ঞা। কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা পোস্টার পড়ে ক্যাম্পাসে। আজ, বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দেখা করে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেন অভিযুক্তরা। তাঁদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, 'অভিযুক্তরা চিঠি দিয়েছেন। তা মুখ্যমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেব। বিশ্ববিদ্যালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বক্তব্য,'ক্যাম্পাসে পোস্টার বা নাচ-গান অনুচিত। অভিযুক্তরা দুঃখপ্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কোনও কিছুতে অসন্তুষ্ট হলে সেটা নিশ্চয়ই দেখতে হবে। আবার ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনে যাতে ব্যাঘাত না ঘটে তাও দেখা দরকার।' একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় মনে করিয়ে দেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বিরোধী কাজ করা ঠিক হয়নি।'
আরও পড়ুন- পাঠানো Vaccine-র অর্ধেকও ব্যবহার করতে পারেনি বাংলা, Mamata-র পত্রে জবাব BJP-র