অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ৩ দিনের পুলিস হেফাজত

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে পেল পুলিস। গতকাল রাতে গ্রেফতারের পর, আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিক্রমের আইনজীবী যুক্তি দেন, ১১ তারিখ হাইকোর্টে তাঁর মক্কেলের আগাম জামিনের শুনানি। তার আগে এভাবে গ্রেফতার করে ঠিক করেনি পুলিস।

Updated By: Jul 7, 2017, 08:05 PM IST
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ৩ দিনের পুলিস হেফাজত

ওয়েব ডেস্ক : অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে পেল পুলিস। গতকাল রাতে গ্রেফতারের পর, আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিক্রমের আইনজীবী যুক্তি দেন, ১১ তারিখ হাইকোর্টে তাঁর মক্কেলের আগাম জামিনের শুনানি। তার আগে এভাবে গ্রেফতার করে ঠিক করেনি পুলিস।

সরকারি আইনজীবী পাল্টা বলেন, বিক্রম কার্যত পুলিসের সঙ্গে লুকোচুরি খেলছিলেন। থানার তদন্তকারী অফিসারের কাছে তিনি মিথ্যা বলেছেন। বয়ান বদল করেছেন বার বার। দু' পক্ষের যুক্তি শুনে বিচারক কণিকা রায় বিক্রমের ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। তবে, আগাম জামিনের শুনানির দিন ঠিক হওয়ার পর পুলিস বিক্রমকে গ্রেফতার করায় এদিন ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। 

আরও পড়ুন, দোকান থেকে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি

.