শুরু হল ২৪ ঘণ্টা স্টেট সামিট
কোন পথে বাংলা? কোন পথে রাজ্যের শিল্প, সংস্কৃতি বা অর্থনীতি? সমাজের বিকাশের ক্ষেত্রে নিজেদের দায়িত্বই বা কতটা পালন করছে গণমাধ্যমগুলি? সব কিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ফের হাজির ২৪ ঘন্টা স্টেট সামিট।
কোন পথে বাংলা? কোন পথে রাজ্যের শিল্প, সংস্কৃতি বা অর্থনীতি? সমাজের বিকাশের ক্ষেত্রে নিজেদের দায়িত্বই বা কতটা পালন করছে গণমাধ্যমগুলি? সব কিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ফের হাজির ২৪ ঘন্টা স্টেট সামিট।
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে সমাজের বিভিন্ন বৃত্তের বিশিষ্ট জনেরাই বা কী বলছেন? কী বলছেন রাজ্যের বাইরে থেকে আসা বিশিষ্টজনেরা? রাজ্যের ভবিষ্যতের দিশাই বা কোন পথে? ২৪ ঘন্টা স্টেট সামিট ২০১২-য় আজকের যুক্তি-তর্ক-বিতর্কের মুখ্য উপজীব্য সেটাই । এদিন কলকাতায় '২৪ ঘন্টা স্টেট সামিট ২০১২' অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শশী থারুর, প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা-সহ আরও অনেক বিশিষ্টজন। আজ দিনভর তাই চোখ রাখুন ২৪ ঘন্টা'র পর্দায়।