‘সমর্থন চাই না; যে ডালে বসে আছেন সেটা কাটবেন না’, সিপিএম-কংগ্রেসকে হুঁশিয়ারি মমতার

মমতা বলেন, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ

Updated By: Jul 21, 2019, 02:45 PM IST
‘সমর্থন চাই না; যে ডালে বসে আছেন সেটা কাটবেন না’, সিপিএম-কংগ্রেসকে হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিবেদন: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি কংগ্রেস-সিপিএমকেও সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধায়। সিপিএম-কংগ্রেসের উদ্দেশ্য তৃণমূল নেত্রী বলেন, ওরা বিজেপির বিরুদ্ধে লড়ছে না। আপনাদের সমর্থন চাই না। কিন্তু যে ডালে বসে রয়েছেন তা কাটবেন না।

আরও পড়ুন-কেন্দ্রের হারে বেতন চাইলে কেন্দ্রের চাকরি করুন, একুশের মঞ্চে কড়া বার্তা মমতার 

রাজনৈতিক মহলের খবর, এবার লোকসভা নির্বাচনে সিপিএম সমর্থকদের একটি অংশ ভোট দিয়েছে বিজেপিকে। সেদিকেই ইঙ্গিত করেন মমতা। এখন রাজ্যে বিজেপিকে ঠেকাতে মমতার সিপিএম-কংগ্রেসের সমর্থন নেওয়া উচিত বলেও কোনও কোনও মহল মনে করছে। এমন এক অবস্থায় বিজেপির বিরুদ্ধে দুই দলকেই হুঁশিয়ারি দিলেন মমতা।

আরও পড়ুন-তোমাদের রাজনীতি কর্মসংস্থান নিয়ে আমাদের কবর..একুশের সভায় মুখ ফসকালেন অভিষেক 

বিজেপিতে সিপিএম-কংগ্রেস সমর্থকদের যোগ দেওয়া প্রসঙ্গে মমতা বলেন, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ। ওরা আসলে নতুন বোতলে পুরনো মদ। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন সিপিএমের একজনের বিরুদ্ধে কোনও প্রতিশোধ নিইনি। কিন্তু বিজেপি রাজ্যে কয়েকটি আসন পাওয়ার পরই কী করছেন দেখুন। রাজ্যে অশান্তি করছে। বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়। ওরা আমাদের সাংসদদের প্রতিনিধিদলকেও উত্তরপ্রদেশে ঢুকতে দেয়নি।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর পরামর্শ, সিপিএম কংগ্রেসে বহু ভালো মানুষ রয়েছেন। তাদের দলে স্বাগত জানান। তাদের পরামর্শ নিন।   

.