৬২টি বিধানসভা কেন্দ্রে ২০১১-তে ফল কি ছিল? জেনে নিন

রাজ্য জুড়েই সন্ত্রাসের আবহে ভোট হচ্ছে, অভিযোগ বিরোধদের। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার পর চতুর্থ দফার ভোটদান পর্ব চলছে। সকাল থেকে এখন পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের শেষ পরিসংখ্যান অনুযায়ী চতুর্থ দফায় মোট ভোট পড়েছে ৫৮.০৬ %।

Updated By: Apr 21, 2016, 03:55 PM IST
৬২টি বিধানসভা কেন্দ্রে ২০১১-তে ফল কি ছিল? জেনে নিন

ওয়েব ডেস্ক: রাজ্য জুড়েই সন্ত্রাসের আবহে ভোট হচ্ছে, অভিযোগ বিরোধদের। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার পর চতুর্থ দফার ভোটদান পর্ব চলছে। সকাল থেকে এখন পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের শেষ পরিসংখ্যান অনুযায়ী চতুর্থ দফায় মোট ভোট পড়েছে ৫৮.০৬ %।

একনজরে দেখে নিন গত বিধানসভায় এই সব কেন্দ্রগুলোতে ভোটের ফলাফল কি ছিল?

২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল
৬২টি বিধানসভা কেন্দ্র
প্রার্থী সংখ্যা-৪১৮
পুরুষ প্রার্থী-৩৮৪
মহিলা প্রার্থী-৩৪

 
তৃণমূল কংগ্রেস- ২৯টি আসনে জয়ী, ভোটের শতাংশ ছিল ৩২% (কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোট)
কংগ্রেস- ১৬টি আসনে জয়ী, ভোটের শতাংশ ছিল ১৫.৪% (কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোট)

বামফ্রন্ট- ১৭টি আসনে জয়ী। ভোটের শতাংশ ছিল ৪১.৮%।
বিজেপি- একটি আসনও পায়নি বিজেপি। ভোটের শতাংশ ছিল ৪.৬%।
অন্যান্যরা ৫.৮% ভোট পেলেও কোনও আসনের দখল তাঁরা নিতে পারেনি।

.