অধিনায়কত্ব কাঁটার মুকুট মানেন না সেওয়াগ
তিনি স্বেচ্ছায় দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নিন্দুকে বলতে শুরু করেছিল নিজের পরতি ফর্ম পুনঃরুদ্ধার করতেই অধিনায়কত্বের বাড়তি বোঝা ঝেড়ে ফেললেন। কিন্তু নিজের পরিচিত স্টাইলেই সব সমালোচনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে বীরেন্দ্র সেওয়াগ জানালেন, অধিনায়ত্বের সঙ্গে তাঁর ফর্মের কোনও সম্পর্কই নেই।
তিনি স্বেচ্ছায় দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নিন্দুকে বলতে শুরু করেছিল নিজের পরতি ফর্ম পুনঃরুদ্ধার করতেই অধিনায়কত্বের বাড়তি বোঝা ঝেড়ে ফেললেন। কিন্তু নিজের পরিচিত স্টাইলেই সব সমালোচনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে বীরেন্দ্র সেওয়াগ জানালেন, অধিনায়ত্বের সঙ্গে তাঁর ফর্মের কোনও সম্পর্কই নেই।
``আমি অধিনায়ক রইলাম কি না সেটা আমার কাছে আদৌ গুরুত্বপূর্ণ বিষয় নয়। অধিনায়কত্ব কখনই আমার খেলায় প্রভাব ফেলেনি। অধিনায়ক থাকাকালীন আমি কোনও দিনই চাপ অনুভব করিনি।`` শনিবার একথা স্পষ্ট জানিয়েছেন সেওয়াগ।
এর সঙ্গেই বীরু পরিষ্কার করে দিয়েছেন, তাঁর কাছে অধিনায়কত্ব আর পারফরম্যান্স দু`টোর অস্তিত্ব সম্পূর্ণ আলাদা।
গত বছর আইপিএলে পরপর পাঁচটা ম্যাচে হাফসেঞ্চুরি করে ছিলেন বীরু। এখনও পর্যন্ত আইপিএলে এটি অনন্য রেকর্ড।
এই মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে পরিচিত ছন্দে খুঁজে পাওয়া যায়নি ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। ফর্মে মন্দার জেরে সেওয়াগকে বাদ পড়তে হয়েছে জাতীয় দল থেকেও। তবে আইপিএলের পঞ্চম সংস্করণে ৪৯৫ রান করা বীরেন্দ্র সেওয়াগকে এবারেও স্বমূর্তিতে দেখতে পাওয়ার প্রার্থনায় ব্যস্ত দিল্লি ডেয়ার ডেভিলসের ভক্তকুল।