বিশ্ব হেপাটাইটিস দিবস, আক্রান্তের বিচারে ভারতের স্থান দ্বিতীয়

Updated By: Jul 28, 2014, 09:41 PM IST
বিশ্ব হেপাটাইটিস দিবস, আক্রান্তের বিচারে ভারতের স্থান দ্বিতীয়

আজ থেকে ৪ বছর আগে ২০১০ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস ঘোষনা করে। আজ চতুর্থ বিশ্ব হেপাটাইটিস দিবসের সমীক্ষা বলছে, সারা পৃথিবীতে হেপাটাইটিস বি আক্রান্তের সংখ্যায় ভারতের স্থান দ্বিতীয়। সচেতনতা গড়ে তুলতে এই বছর এই দিনের থিম তাই ছিল আরেকবার ভাবুন(Think Again)।

আগামী কয়েকবছরে এই ছোঁয়াচে রোগ পৃথিবীতে ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। প্রতিবছর হেপাটাইটিসে আক্রান্ত গড়ে ১৪ লক্ষ মানুষের মৃত্যু হয়। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন জানাচ্ছে, বিশ্বে অন্তত ৪০০ মিলিয়ন মানুষ এই রোগের শিকার এবং তাদের বেশিরভাগই জানেন না শরীরে বাসা বেঁধেছে এই মারণব্যাধি। সংক্রামক হেপাটাইটিস থেকে লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের মতো রোগও হতে পারে।

ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস তাদের বিবৃতিতে জানাচ্ছে ভারতে হেপাটাইটিস বি রোগে আক্রান্তের সংখ্যা ৪ কোটির বেশি। আক্রান্তের সংখ্যার বিচারে চিনের পরই রয়েছে ভারতের স্থান। সারা বিশ্বের হেপাটাইটিস বি আক্রান্তের ১৫ শতাংশ ভারতে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই রোগের প্রকোপ বেশি। প্রতিবছর এই দেশে অন্তত ৬০০,০০০ মানুষ মারা যান এই রোগে।

জেনে নিন কী এই হেপাটাইটিস-

হেপাটাইটিস এ

সাধারণত খাবার বা জল থেকেই সংক্রমণ ছড়ায় হেপাটাইটিস এ ভাইরাস বা HAV।

হেপাটাইটিস বি

কাটা ঘা বা আক্রান্ত ব্যক্তির রক্ত, লালা বা বীর্যের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি ভাইরাস বা HBV।

হেপাটাইটিস সি

আক্রান্ত ব্যক্তির শরীরের ফ্লুইডের সংস্পর্শে এলে ছড়ায় হেপাটাইটিস সি ভাইরাস বা HCV।

হেপাটাইটিস ডি

সংক্রমিত রক্ত থেকে শরীরে বাসা বাঁধতে পারে হেপাটাইটিস ডি ভাইরাস বা HDV। এই ভাইরাস থেকে দুরারোগ্য লিভারের অসুখের সম্ভাবনা রয়েছে।

হেপাটাইটিস ই

নোংরা, অপরিশোধিত জল থেকে ছড়ায় হেপাটাইটিস ই ভাইরাস বা HEV।

লক্ষণ-

খিদে কমে যাওয়া
ক্লান্তি
হালকা জ্বর
পেশি বা হাড়ে যন্ত্রনা
বমি বমি ভাব
পেটে ব্যাথা

হেপাটাইটিস এ এবং বি-র প্রতিশেধক আবিষ্কৃত হয়েছে এর মধ্যেই।

হেপাটাইটিস সি, ডি এবং ই-র প্রতিশেধক আবিষ্কার হতে চলেছে খুব তাড়াতাড়ি। পরিষ্কার, পরিচ্ছন্নতা ও শৌচালয়ের ব্যবহারের ওপর এই রোগের সংক্রমণ নির্ভর করে।

জল, কাঁচা খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে।

অন্যের ব্যবহৃত টুথব্রাশ, রেজর ব্যবহার করা উচিত্ নয়। যৌনমিলনের সময় সরক্ষা অবলম্বন করা উচিত্।

 

.