এনসেফালাইটিস কী?

বক, শূকর আর বিশেষ ধরণের কিউলেক্স মশা। একসঙ্গে এই তিনের উপস্থিতিই ছড়িয়ে দিতে পারে মারণ রোগ এনসেফেলাইটিস। প্রাথমিকভাবে আর পাঁচটা সাধারণ জ্বরের উপসর্গ নিয়ে এলেও দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ে মানুষের মস্তিস্কে।

Updated By: Jul 22, 2014, 08:34 PM IST
এনসেফালাইটিস কী?

ব্যুরো রিপোর্ট: বক, শূকর আর বিশেষ ধরণের কিউলেক্স মশা। একসঙ্গে এই তিনের উপস্থিতিই ছড়িয়ে দিতে পারে মারণ রোগ এনসেফেলাইটিস। প্রাথমিকভাবে আর পাঁচটা সাধারণ জ্বরের উপসর্গ নিয়ে এলেও দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ে মানুষের মস্তিস্কে।

এনসেফালাইটিস। দেশের সাম্প্রতিক অতীতে মারণ এই রোগ মহামারীর আকার নেয় উনিশশোতিয়াত্তরে। এরাজ্যেরই আসানসোলে থেকে এনসেফেলাইটিসে প্রকোপ ছড়িয়ে পড়ে বর্ধমান, পুরুলিয়া বীরভূমের বেশ কিছু এলাকায়। সেসময় কলকাতার স্কুল অব ট্রপিকাল মেডিসিনের চিকিত্সকেরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখেন কিউলেক্স বিসনুয়াই নামের এক বিশেষ মশার হাত ধরেই এই রোগ ছড়িয়ে পড়ে। মূলত কৃষিপ্রধান এলাকা গুলিতেই এই মশা বংশবৃদ্ধি করে। তবে এই রোগের জীবানুটা আসে বক জাতীয় পরিযায়ী পাখিদের থেকে। তাদের থেকেই তা শূকরের দেহে গিয়ে বংশ বৃদ্ধি করে।

এই রোগের প্রাথমিক উপসর্গ ম্যালেরিয়া, ডেঙ্গু বা আর পাঁচটা জ্বরের মতোই। তবে এনসেফেলাইটিসের জীবানু অতি দ্রুত মস্তিস্ক ক্ষতি করে। তাই রোগটা বুঝে উঠতে উঠতেই অনেকটা দেরি হয়ে যায়।

উনিশশো তিয়াত্তরে আসানসোলের পর  একবার দক্ষিণভারতে কিছুটা বড় আকারে এনসেফেলাইটিস ছড়িয়ে পড়েছিল। তারপর গোটা দেশে মাঝে মধ্যে এনসেফেলাইটিসে আক্রান্ত হওয়াক খবর পাওয়া গিয়েছে। কিন্তু কখনই তা ব্যাপকভাবে ছড়ায়নি।  এবারে উত্তরবঙ্গে হঠাত্‍ এই মারণ রোগের প্রকোপ তাই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

 

.