Co-WIN: ডিজিটাল শংসাপত্র পেলেন দেশের প্রথম টিকা-ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিরা

Co-WIN platform-এর মাধ্যমে এই ডিজিটাল শংসাপত্র মিলেছে।

Updated By: Aug 23, 2021, 09:03 PM IST
Co-WIN: ডিজিটাল শংসাপত্র পেলেন দেশের প্রথম টিকা-ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যাঁরা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকরণের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন তাঁরা টিকাকরণের ডিজিটাল শংসাপত্র পেয়ে গিয়েছেন।

জানা গিয়েছে, ১১,৩০০-র বেশি প্রাপ্তবয়স্ক  কোভিশিল্ড (Covishield) এবং কোভ্যাক্সিনের (Covaxin) এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। প্রসঙ্গত, এই দুটি টিকাই কোভিড অতিমারী (Covid pandemic) রোখার লড়াইয়ে অংশ নেওয়া ভারত (India) সরকারের তরফে প্রথম দেওয়া হয়েছিল। ওই প্রায় সাড়ে এগারো হাজার ব্যক্তি Co-WIN platform-এর মাধ্যমে তাঁদের টিকাকরণের ডিজিটাল শংসাপত্র পেয়ে গিয়েছেন। তাঁরা কো-উইন পোর্টালে গিয়ে তাঁদের এই শংসাপত্রের হার্ড কপি ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন:  NDMI report: অক্টোবরেই শীর্ষে করোনার তৃতীয় ঢেউ, সঙ্কটে শিশুরা, আশঙ্কা রিপোর্টে

বলা হয়েছে যাঁরা ট্রায়ালে অংশ নিয়েছিলেন তাঁরাই দীর্ঘদিন ধরে Union Ministry of Health and Family Welfare দফতরকে অনুরোধ করে আসছিলেন যে, যাতে তাঁদের টিকাকরণের শংসাপত্রটি দেওয়া হয়।

আইসিএমআর (Indian Council of Medical Research)-এর তরফে জানানো হয়েছে, তারা ১১,৩৪৯ জনের এই সংক্রান্ত ডেটা সরবরাহ করেছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Third Wave: একদিনেই ৪-৫ লক্ষ ছোঁবে Corona আক্রান্ত! কেন্দ্রকে সতর্ক করল Niti Aayog

.