Vaccine: অবশেষে Pfizer-র ভ্যাকসিনকে সম্পূর্ণ ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্র
জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য গত ডিসেম্বরেই এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয় মার্কিন মুলুকে
নিজস্ব প্রতিবেদন: দেশে বাড়ছে করোনার ডেল্টা ভ্য়ারিয়েন্টের দাপট। এরকম এক পরিস্থিতিতে Pfizer ভ্যাকসিনকে সম্পূর্ণ ছাড়পত্র দিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(FDA)। এখন থেকে ওই ভ্যাকসিন দেওয়া যাবে ১৬ বছরের ঊর্ধ্বে সবাইকেই।
আরও পড়ুন-East Bengal: এক বছর ধরে কথা চালালেন কেন? শ্রী সিমেন্টের সিদ্ধান্তে বিরক্ত Mamata
এফডিএ-র তরফে কমিশনার জেনেট উডকক জানিয়েছেন, এফডিএর এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক মাইল ফলক। এখনও আমাদের করোনার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। ইতিমধ্যেই দেশের অধিকাংশ মানুষ ভ্য়াকসিন পেয়ে গিয়েছেন। তবে এবার তাদের আরও সাহস জোগাবে ফাইজারের ভ্যাকসিন।
আরও পড়ুন-ISL খেলার ব্যাপারে আশাবাদী East Bengal কর্তা
উল্লেখ্য, জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য গত ডিসেম্বরেই এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয় মার্কিন মুলুকে। ইতিমধ্যেই ওই ভ্য়াকসিন পেয়েছেন ২০ কোটিরও বেশি মানুষ। কিন্তু এতদিন ফাইজারের ভ্যাকিসনটিকে ছাড়পত্র দেয়নি। এবার মিলল চূড়ান্ত ছাড়পত্র।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)