জুরুরি পরিস্থিতিতে ফাইজারের টিকা ব্যবহারে ছাড়পত্র দিল আমেরিকা
আমেরিকার বিশেষজ্ঞ কমিটির ১৭ সদস্য এই ভ্যাকসিনের জরুরি ব্যবহারের পক্ষে সবুজ সংকেত দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফাইজারের করোনা টিকাকে ছাড়পত্র দিল আমেরিকা। আমেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তৈরি বিশেষজ্ঞ কমিটি ছাড়পত্র দিয়েছে। মূলত জরুরি ব্যবহারের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আমেরিকার বিশেষজ্ঞ কমিটির ১৭ সদস্য এই ভ্যাকসিনের জরুরি ব্যবহারের পক্ষে সবুজ সংকেত দিয়েছে। ইতিমধ্যে ব্রিটেন, কানাডা, বাহারাইন ও সৌদি আরবে ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে।
এই বিষেশজ্ঞ কমিটি জানিয়েছে, ১৬ ঊর্ধ্ব নাগরিকদের জন্য এই টিকা ব্যবহার করা যাবে। পাশাপাশি, সেখানে টিকা পরবর্তী সময়ের ঝুঁকির কথাও মাথায় রাখতে বলা হয়েছে। শরীরে কোনও অ্যালার্জি থাকলে টিকা নেওয়া যাবে না। বৈজ্ঞানিক, সংক্রমক ব্যধি বিশেষজ্ঞ-সহ আরও কয়েকজনকে নিয়ে তৈরি এই কমিটি খতিয়ে দেখছে টিকা প্রয়োগের নানা দিক।
প্রসঙ্গত, ফাইজারের টিকা গ্রহণে চার স্বেচ্ছাসেবকের মুখ প্যারালাইসিস হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে ট্রায়ালের পর ফলাফলে দাবি করা হয়েছে, এই করোনা টিকা গড়ে ৯৫ শতাংশ কার্যকর। তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও এই টিকার ফলে দেখা যায়নি।