ইউরোপে হাজার হাজার Covid 19 ডোজ প্রত্যাহার করল Moderna, জেনে নিন কেন

জানুয়ারী মাসে নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং সুইডেনে বিতরণ করা ভ্যাকসিনের লটে কোনও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নেই বলেই জানিয়েছে মডার্না।

Updated By: Apr 9, 2022, 07:51 AM IST
ইউরোপে হাজার হাজার Covid 19 ডোজ প্রত্যাহার করল Moderna, জেনে নিন কেন
ছবি: রয়টার

নিজস্ব প্রতিবেদন: Moderna Inc শুক্রবার জানিয়েছে যে একটি ভ্যাকসিনের ভায়াল দ্বারা দূষিত হওয়ার পরে তারা COVID-19 ভ্যাকসিনের ৭৬৪,৯০০ ডোজ প্রত্যাহার করছে। তাদের সঙ্গে চুক্তি থাকা ভ্যাকসিন প্রস্তুতকারক রভি এই ভায়াল্গুলি তৈরি করে।

জানুয়ারী মাসে নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং সুইডেনে বিতরণ করা ভ্যাকসিনের লটে কোনও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নেই বলেই জানিয়েছে মডার্না।

মডার্না বলেছে যে এই দূষণটি কেবল একটি ভায়ালেই পাওয়া গেছে। যদিও অত্যধিক সতর্কতামূলক ব্যবস্থার কারনে তারা ভ্যাক্সিনে পুরো ব্যাচটি ফিরিয়ে নিয়েছে। যদিও সেই ভায়ালে কী পাওয়া গেছে তা জানায়নি মডার্না।

আরও পড়ুন: Booster Dose: দেশজুড়ে এবার প্রাপ্তবয়ষ্কদের বুস্টার ডোজ, কবে থেকে মিলবে টিকা?

জাপান সরকার গত বছর ভ্যাকসিনের কিছু ডোজের ব্যবহার স্থগিত করে। পরবর্তীকালে Moderna এই ভায়ালগুলি ফিরিয়ে নেয়। তদন্তের পরে কিছু ভায়ালে স্টেইনলেস স্টিলের দূষন পাওয়া গিয়েছিল।

সারা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৯০০ মিলিয়ন কোভিড ডোজ ব্যবহার করেছে মডার্না। তারা শুক্রবার জানিয়েছে যে তারা বিশ্বাস করে না যে দূষণটি ব্যাচের অন্যান্য ভায়ালগুলির জন্য ঝুঁকি সৃষ্টি করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.