ভারতে কমছে দৈনিক সংক্রমণের হার! মোট করোনা পরীক্ষার মাত্র ৮ শতাংশের রিপোর্ট পজিটিভ

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশে করোনায় মৃত্যুর হার ১.৭ শতাংশ যা বুধবার ১.৮ শতাংশ ছিল। অর্থাৎ, কমেছে মৃত্যুর হারও।

Edited By: সুদীপ দে | Updated By: Sep 3, 2020, 12:20 PM IST
ভারতে কমছে দৈনিক সংক্রমণের হার! মোট করোনা পরীক্ষার মাত্র ৮ শতাংশের রিপোর্ট পজিটিভ
—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: সবে মাত্র আনলক ৪-এর প্রক্রিয়ায় পা বাড়িয়েছে ভারত। একটু একটু করে লকডাউনের বিধিনিষেধ শিথিল হচ্ছে দেশজুড়ে। দেশে মৃত্যুর হার কমলেও করোনার সাপ্তাহিক সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে রয়েছে ভারত। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্ট।

বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) টুইট করে জানিয়েছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪ কোটি ৫৫ লক্ষ ৯ হাজার ৩৮০ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ২ সেপ্টেম্বরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১১ লক্ষ ৭২ হাজার ১৭৯ জনের।

তিনি জানান, ৩১ অগাস্ট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে যত জনের করোনা পরীক্ষা করানো হচ্ছে তাঁদের মধ্যে ৭.৯ শতাংশের রিপোর্ট পজেটিভ এসেছে। দেশের সামগ্রিক ফলাফলের বিচারে করোনা পরীক্ষার নিরিখে ৮.৪৬ শতাংশের রিপোর্ট পজিটিভ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৬। এর মধ্যে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯২ জন মানুষ। অর্থাৎ, দেশে করোনায় সুস্থতার হার ৭৭.১ শতাংশ। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৬৭,৩৭৬ জনের। দেশে করোনায় মৃত্যুর হার ১.৭ শতাংশ যা বুধবার ১.৮ শতাংশ ছিল। অর্থাৎ, কমেছে মৃত্যুর হারও।

আরও পড়ুন: বিশ্বে করোনার সাপ্তাহিক সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে ভারত! উদ্বেগ বাড়িয়ে ঘোষণা WHO-এর

এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার প্রভাইডার্স ইন্ডিয়ার প্রধান (AHPI) জি জে জ্ঞানী জানান, শুধু মঙ্গলবারেই নয়, প্রতিদিনই দেশজুড়ে লক্ষাধিক মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। এই কারণেই আরও বেশি করে করোনা পজেটিভ রিপোর্ট সামনে আসছে। তবে প্রতিদিনই একটু একটু করে কমছে করোনায় নতুন সংক্রমণ আর মৃত্যুর হার।

বিগত ৭ দিনে বিশ্বজুড়ে ১৮ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়, এর মধ্যে ৫ লক্ষ ভারতেই! বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বিগত এক সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এই দেশগুলিতে করোনা পরীক্ষা ব্যপক হারে বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত সংক্রমণের ঘটনা আরও বেশি করে সামনে এসেছে। ভারতেও একই কারণে করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছ।

.