অ্যান্টাসিডে রয়েছে ক্যান্সারের বিষ! খবরে ব্যবস্থা নিতে তত্পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

এফডিএ-এর দাবি, বেশ কয়েকটি অ্যান্টাসিডে এন-নাইট্রোসোডিমিথালানিন বা এনডিএমএ নামের রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে যা ক্যান্সারের জন্য দায়ি।

Updated By: Sep 25, 2019, 04:49 PM IST
অ্যান্টাসিডে রয়েছে ক্যান্সারের বিষ! খবরে ব্যবস্থা নিতে তত্পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: বদ হজমের সমস্যায় অনেকেই অ্যান্টাসিড ওষুধের উপর নির্ভরশীল। অনেকে চিকিত্সকের পরামর্শ মেনে কড়া কড়া অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যান্টাসিড খেয়ে থাকেন। এ বার সেই অ্যান্টাসিড থেকেই ছড়াল ক্যান্সারের আতঙ্ক!

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর (এফডিএ) প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে সে দেশে প্রচলিত বেশ কয়েকটি অ্যান্টাসিডে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে এ বার কড়া নজরদারি শুরু করেছে মার্কিন স্বাস্থ্যমন্ত্রকও।

এফডিএ-এর দাবি, বেশ কয়েকটি অ্যান্টাসিডে এন-নাইট্রোসোডিমিথালানিন বা এনডিএমএ নামের রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে যা ক্যান্সারের জন্য দায়ি। র‍্যানিটিডিন জাতিয় ওষুধে এই রাসায়নিকের উপস্থিতি বিশেষ ভাবে লক্ষ্য করা গিয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’-এর প্রয়োজনীয় ওষুধের মডেল তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে র‍্যানিটিডিন জাতিয় অ্যান্টাসিড।

আরও পড়ুন: ডায়েটে থেকেও ওজন কমে না এই ৫টি ভুলের জন্য!

জানা গিয়েছে, ভারতেও একাধিক সংস্থা র‍্যানিটিডিন জাতিয় অ্যান্টাসিড তৈরি করে। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এ দেশের বাজারে প্রচলিত র‍্যানিটিডিন জাতিয় অ্যান্টাসিডে কার্সিনোজেনের উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। রিপোর্ট হাতে পেয়ে তবে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

.