সপ্তাহে ২ দিন বিয়ার খেলে কমে মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
আপনি কি মহিলা? বিয়ার খেতে ভালবাসেন? জানেন কি বিয়ারের গুণ? তবে চোখ বুজে সপ্তাহে অন্তত দু'দিন বিয়ার খান। আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্তত ৩০ শতাংশ কমবে। বলছে সুইডেনের এক বিস্তারিত সমীক্ষা।
ওয়েব ডেস্ক: আপনি কি মহিলা? বিয়ার খেতে ভালবাসেন? জানেন কি বিয়ারের গুণ? তবে চোখ বুজে সপ্তাহে অন্তত দু'দিন বিয়ার খান। আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্তত ৩০ শতাংশ কমবে। বলছে সুইডেনের এক বিস্তারিত সমীক্ষা।
প্রায় ৫০ বছর ধরে ১,৫০০ জন মহিলার ওপর সমীক্ষা চালান গোটেনবার্গ ইউনিভার্সিটির সালগ্রেনসকা অ্যাকাডেমির গবেষকরা। সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে দু'বার বিয়ার খেলে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। ১৯৬৮ থেকে ২০০০ সালের মধ্যে ৭০ থেকে ৯২ বছর বয়সী মহিলাদের ওপর এই সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে ৩২ বছর সময়কালের মধ্যে ১৮৫ জন মহিলার হার্ট অ্যাটাক হয়েছে, ১৬২ জনের স্ট্রোক হয়েছে, ১৬০ জনের ডায়বেটিস ধরা পড়েছে, ৩৪৫ জন ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
প্রাইমারি হেলথ কেয়ার নামক স্ক্যান্ডিনেভিয়ান জার্নালে প্রকাশিত হয়েছে এই সমীক্ষার ফল।