দৈনিক ১৬ হাজারের কাছাকাছি Covid আক্রান্ত রাজ্যে, মৃতের সংখ্যা ৫০ পার
২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় প্রতিদিনই রেকর্ড করছে করোনা সংক্রমণের পরিসংখ্যান। রবিবার ১৫ হাজারের গণ্ডি পার করে গেল সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। আগামিকাল, সোমবার ১৬ হাজার পেরিয়ে যেতে পারে এই সংখ্যা। কলকাতাতেও করোনা পরিস্থিতি ভয়াবহ। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,৭৭৯।
বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ১৮ ও ১৫। কলকাতায় আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই। উত্তর ২৪ পরগনায় ৩ হাজারের উপরে। দুই জেলায় আক্রান্ত যথাক্রমে ৩ হাজার ৭৭৯ জন ও ৩ হাজার ১৪০ জন।
২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে ১৫ হাজার ৮৮৯ জনের শরীরে। অর্থাৎ প্রতি ৪ জনের নমুনা পরীক্ষায় মিলেছে কোভিড-১৯ (COVID-19)।
আরও পড়ুন- অক্সিজেন চাই? হাতের কাছেই আছে কিছু চেনা খাবার যা খেলেই বাড়বে অক্সিজেন; জানেন কী কী?