নিজস্ব প্রতিবেদন: প্রায় সাড়ে তিন লাখ করোনা আক্রান্ত গত ২৪ ঘণ্টায়। বলা যায় করোনা সংক্রমণের গতি এতটাই বেশি যে নিজের রেকর্ড ভাঙতে ২৪ ঘণ্টাই  যথেষ্ট।  স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। মৃত্যু সংখ্যাতেও রেকর্ড। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৬৭ জনের। 

কোভিড মুক্ত হয়েছেন ২,১৭,১১৩ জন। যা গতকালের চেয়ে কম।  ভারতে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ১,৬৯,৬০,১৭২। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪০,৮৫,১১০। মোট মৃত্য হয়েছে ১,৯২,৩১১ জনের। তবে বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। যা মূলত চিন্তার বড় কারণ হয়ে উঠেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ২৬, ৮২,৭৫১। আর এই সংখ্যাতেই মুখ থুবড়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। চিতার লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। 

 

এর মধ্যেই চলছে ভ্যাকসিন প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ১৪,০৯,১৬,৪১৭ জন।  

English Title: 
corona update new case in 24 hours 25 april 2021
News Source: 
Home Title: 

মৃত্যুতে রেকর্ড, প্রায় সাড়ে তিন লাখ করোনা আক্রান্ত ২৪ ঘণ্টায়

মৃত্যুতে রেকর্ড, প্রায় সাড়ে তিন লাখ করোনা আক্রান্ত ২৪ ঘণ্টায়
Yes
Is Blog?: 
No
Tags: