Coronavirus: দেশে লাফিয়ে বাড়ল মৃত্যু, করোনা কোপে একদিনে মৃত ৯৫৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন।

Updated By: Jan 31, 2022, 11:40 AM IST
Coronavirus: দেশে লাফিয়ে বাড়ল মৃত্যু, করোনা কোপে একদিনে মৃত ৯৫৯
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশে চিন্তা বাড়িয়ে অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৯৩। 

দেশের মধ্যে কেরালায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে টানা দ্বিতীয় দিনে ৫০ হাজারের বেশি জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও টানা তৃতীয় দিন মৃতের সংখ্যা বাড়ল। শনিবার ৮৭১ জন মারা গিয়েছিলেন। রবিবার ২ লাখ ৩৪ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছিলেন। শনিবার করোনার ২ লাখ ৩৫ হাজারটি মামলা নথিভুক্ত হয়েছিল।

আরও পড়ুন, Neokov: নয়া করোনা ভাইরাসে সত্যি কি তিনজনের মধ্যে একজনের রোগীর মৃত্যু হতে পারে? জানুন আসল তথ্য

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৪৪০। করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫০ জনের।  দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৫ দশমিক ৭৭ শতাংশ।দেশে করোনা ভাইরাসের করোনা টিকাকরণ ১,৬৬,০৭,৯৬,২৭৭ জনের করোনা টিকাকরণ হয়েছে। এদিকে আক্রান্তে কেরলের পরই রয়েছে কর্নাটক। সেখানে এক দিনে আক্রান্ত ২৮ হাজারের বেশি, মহারাষ্ট্রে ২২ হাজার ৪৪৪ জন, তামিলনাড়ুতে ২২ হাজার ২৩৮ জন, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ৩১০ জন নতুন করে করোন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, তথ্য অনুযায়ী করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ১৬৫.৬ কোটির কোটা পেরিয়ে গেল ভারত। শনিবারই দেশে ভ্যাকসিন পেয়েছেন ৫৩ লাখ মানুষ। সবেমিলিয়ে দেশের ৭৫ কোটি মানুষ করোনার ভ্যাকসিনের ডবল ডোজ পেয়েছেন। এমনটাই জানিয়েছেন কোন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়। মন কি বাত অনুষ্ঠানে কেন্দ্রের এই সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.