Covid Vaccine: দেশের কত শতাংশ মানুষ করোনা টিকার ডবল ডোজ পেয়েছেন, জানিয়ে দিল কেন্দ্র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুয়ায়ী, এখনওপর্যন্ত দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৫৩,৯৬,৫১,১৮৮ জন। এদের বয়স ১৮-৪৪ বছরের মধ্য়ে

Updated By: Jan 30, 2022, 12:51 PM IST
Covid Vaccine: দেশের কত শতাংশ মানুষ করোনা টিকার ডবল ডোজ পেয়েছেন, জানিয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ১৬৫.৬ কোটির কোটা পেরিয়ে গেল ভারত। শনিবারই দেশে ভ্যাকসিন পেয়েছেন ৫৩ লাখ মানুষ। সবেমিলিয়ে দেশের ৭৫ কোটি মানুষ করোনার ভ্যাকসিনের ডবল ডোজ পেয়েছেন। এমনটাই জানিয়েছেন কোন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়। মন কি বাত অনুষ্ঠানে কেন্দ্রের এই সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। 

রবিবার মনসুখ মন্ডবিয়(Mansukh Mandaviya) টুইট করেছেন, 'কেন্দ্রের সবকা সাথ, সবকা প্রয়াস মন্ত্রকে সামনে রেখে দেশের ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের ডবল ডোজ(Covid Dose) দিয়ে ফেলেছে কেন্দ্র। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা দিন দিন শক্তিশালী হয়ে উঠছি। করোনা ঠেকাতে সব বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব দেশের সব মানুষকে ভ্য়াকসিন দেওয়া শেষ করতে হবে।'

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ওই টুইটের পরই করোনা যোদ্ধাদের  এর জন্য স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, 'দেশের ৭৫ শতাংশ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়ে গিয়েছে। এর জন্য দেশের মানুষকে ধন্যবাদ। যারা এই টিকাকরণ প্রক্রিয়ার পেছনে কাজ করছেন তাদের সবার জন্য গর্বিত।'

আরও পড়ুন-১০ ফেব্রুয়ারী পর্যন্ত বাতিল বহু ট্রেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুয়ায়ী, এখনওপর্যন্ত দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৫৩,৯৬,৫১,১৮৮ জন। এদের বয়স ১৮-৪৪ বছরের মধ্য়ে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০,১৯,৫৮,৪৭৯ জন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.