৩০ হাজারে নামল দৈনিক সংক্রমণ, মৃত্যুও নামল চারশোর নীচে
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩।
নিজস্ব প্রতিবেদন: দিনের হিসেবে প্রায় ১২৫ দিন পর দেশের করোনা সংক্রমণের পরিসংখ্যান নামল ৩০ হাজারের নীচে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩। চার মাসে এই সংক্রমণ সবচেয়ে কম।
গত কয়েকদিনের তুলনায় মৃত্যু হারেও অনেকটাই স্বস্তি মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জন করোনা আক্রান্তের। ৩১ মার্চের পর প্রথমবার একদিনে মৃতের সংখ্যা এত কম। সোমবার থেকেই কমেছে করোনায় মৃত্যু হার।
আরও পড়ুন, আরও ভয়ঙ্কর রূপ নেবে Delta প্রজাতি, আতঙ্ক বাড়িয়ে বার্তা WHO-এর
এখনও পর্যন্ত দেশে করোনা কোপে প্রাণ গিয়েছে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৪ লক্ষ ৬ হাজার ১৩০ জন। করোনা আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন এমন মানুষের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭১০ জন।
দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৪০১ জনকে। এদিকে একধাক্কায় বেশ কিছুটা কমেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন।
রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১.৬৫ শতাংশ। সংক্রমণের ভিত্তিতে এখনও রাজ্যের মধ্যে সবথেকে উপরে উত্তর ২৪ পরগনা জেলা।