Coronavirus: দৈনিক আক্রান্ত কমলেও ফের বাড়ল মৃত্যু, সংক্রমণে শীর্ষে কেরল

মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। 

Updated By: Sep 14, 2021, 10:21 AM IST
Coronavirus: দৈনিক আক্রান্ত কমলেও ফের বাড়ল মৃত্যু, সংক্রমণে শীর্ষে কেরল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪০৪।  এই নিয়ে পরপর তিনদিন দৈনিক সংক্রমণ নিম্নমুখী। 

তবে করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটা বেশি। সোমবারের থেকে দৈনিক মৃত্যু বেড়েছে অনেকটাই। এর মধ্যে কেরলে একদিন মৃত্যু হয়েছে ৯৯ জনের। ওই রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৮।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭।  

আরও পড়ুন, Viral Pneumonia: দ্রুত বাড়ছে ভাইরাল নিউমোনিয়া, গত একমাসে কলকাতা মেডিক্যালেই ভর্তি ৪০ শিশু

দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১২৭ জন। টিকাকরণও চলছে জোরকদমে। গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৮ লক্ষের বেশি নাগরিক। ৭৫ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষের টিকাকরণ হয়েছে, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত রিপোর্টে।

প্রসঙ্গত, তৃতীয় ঢেউয়ের আগে উদ্বেগের কথা শোনাল খোদ আইসিএমআর। টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। এবার ভুবনেশ্বরে অবস্থিত আইসিএমআরের আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে, কোভ্যাক্সিন গ্রহীতাদের মধ্যে টিকা নেওয়ার দু'মাস পরে ও কোভিশিল্ড গ্রহীতাদের তিন মাসের মধ্যে কমতে থাকে অ্যান্টিবডি ।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.