Coronavirus: একদিনে করোনা কোপে প্রাণ হারালেন ৮০৫ জন, দীপাবলির আগে বাড়ছে চিন্তা

কমছেই না করোনা৷ বরং এবার চিন্তা দৈনিক মৃত্যু নিয়ে।

Updated By: Oct 29, 2021, 12:15 PM IST
Coronavirus: একদিনে করোনা কোপে প্রাণ হারালেন ৮০৫ জন, দীপাবলির আগে বাড়ছে চিন্তা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কমছেই না করোনা৷ বরং এবার চিন্তা দৈনিক মৃত্যু নিয়ে। চলতি বছরে মার্চ এপ্রিল মাসে রেকর্ড সংখ্যক মৃত্যুর সাক্ষী হয়েছিল দেশ। নদী ঘাট থেকে শ্মশান-কবর, শবদেহে ভরে উঠেছিল সব জায়গা। সেই স্মৃতি মনে করেই উৎসব আবহে উদ্বেগ বৃদ্ধি দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের। অর্থাৎ প্রায় প্রায় ১০ শতাংশ বেড়েছে প্রাণহানির হার৷ 

দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৪৮। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭। করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪। করোনাকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৬৩২ জন।  একদিনে করোনা মুক্তের সংখ্যা ১৩ হাজার ১৯৮। 

আরও পড়ুন, Alarming! ম্যাকডোনাল্ডস, পিজা হাট, ডোমিনজের খাবারে মিলল ডিটারজেন্টের রাসায়নিক

স্বাস্থ্যমন্ত্রকের তথ্যঅনুসারে এই মৃত্যুহার কয়েকমাসের মধ্যে সর্বোচ্চ। দেশে এখনও অতিমারি আবহ থাকায় করোনা সংক্রান্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের প্রায় ১১ কোটি মানুষ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেননি বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে সমগ্র দেশবাসীর জন্য প্রথম ডোজ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, ২ নভেম্বর ধন্বন্তরি জয়ন্তীতেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হবে 'হর ঘর দস্তক' বা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। এ ব্যাপারে ৪৮ টি জেলাকে ইতিমধ্যেই অগ্রাধিকার হিসেবে বেছে নেওয়া হয়েছে। জেলাগুলিতে এখনও পর্যন্ত ৫০ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজই পাননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.