Coronavirus: দেশে মৃত্যু ও সংক্রমণ ফের বৃদ্ধি পেল রেকর্ড হারে, করোনা কোপে প্রাণ হারাল ৭৩৩ জন
দৈনিক মৃত্যু বাড়ল ২৫ শতাংশের বেশি।
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে দেশে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। দৈনিক মৃত্যু বাড়ল ২৫ শতাংশের বেশি। ২০ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৫৬।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন। একদিনে ১৭ হাজার ৯৫ জন সুস্থ হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দেশে টিকাকরণ অভিযানে ৪৯ লক্ষ ৯ হাজার ২৫৪ ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে ১০৪ কোটি ৪ লক্ষ ৯৯ হাজার ৮৭৩ জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
আইসিএমআর জানিয়েছে, দেশে গত কাল ১২ লক্ষ ৯০ হাজার ৯০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ কোটি ৪৪ লক্ষ ৯৮ হাজার ৪০৫।
রাজ্যে বাড়ছে কনটেন্টমেন্ট জোন। আজ থেকে তিন দিন বাজার এবং দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। যাবতীয় দোকানপাট এবং বাজার বন্ধ থাকলেও ওষুধ-সহ অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলা থাকবে সেখানে। সেই মোতাবেক এলাকা পরিদর্শন করছে পুলিস।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)