Coronavirus: স্বস্তি বাড়িয়ে দেশে ফের কমল করোনা সংক্রমণ, কমছে অ্যাক্টিভ সংখ্যা

গত ২৪ ঘণ্টাতেই যেমন এক ধাক্কায় অনেকটাই কমছে করোনা সংক্রমণ এবং দৈনিক মৃত্যু। 

Updated By: Nov 20, 2021, 12:53 PM IST
Coronavirus: স্বস্তি বাড়িয়ে দেশে ফের কমল করোনা সংক্রমণ, কমছে অ্যাক্টিভ সংখ্যা
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: এখনও করোনা দাপট কমেনি দেশে।সম্প্রতি রেকর্ড গড়ে সংক্রমণ ৮ হাজারের কোঠায় এলেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এখনও ১০ হাজারের কোঠায় রয়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন এক ধাক্কায় অনেকটাই কমছে করোনা সংক্রমণ এবং দৈনিক মৃত্যু। 

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ২৬৭ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৩৪৯ জন। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ৫৩১ দিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা আজ সর্বনিম্ন। 

আরও পড়ুন, Air Pollution Levels Rise: শীত আসতেই বায়ুদূষণের প্রকোপ, অসুস্থতা এড়াতে কী করবেন?

দেশে করোনায় চিকিৎসাধীন রোগী রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮৬৮ জন।  গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৭৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৯ লক্ষ ৯ হাজার ৭০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। 

যদিও চিন্তা বাড়ছে কেরলের কোভিড গ্রাফ নিয়ে। শুধু দক্ষিণের এই রাজ্যটিতেই একদিনে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫৪। কোভিড ভাইরাসে গত ২৪ ঘণ্টায় কেরলে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। রাজ্যে আরও কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৭৭ জন। সুস্থ হয়েছেন ৮৩৩ জন।শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৮ হাজার ১০৭। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত ২৪২। শহরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.