Coronavirus: দৈনিক মৃত্যু সংখ্যায় নতুন চিন্তা বৃদ্ধি দেশে, একদিনে করোনায় কাড়ল ৪৫৯ প্রাণ

এখনও পর্যন্ত দেশে করোনা থাবায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬৫ হাজার ৮২ জন। 

Updated By: Nov 19, 2021, 02:55 PM IST
Coronavirus: দৈনিক মৃত্যু সংখ্যায় নতুন চিন্তা বৃদ্ধি দেশে, একদিনে করোনায় কাড়ল ৪৫৯ প্রাণ
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: সংক্রমণ কমলেও মৃত্যু নিয়ে ফের চিন্তা বাড়ল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১১ হাজার ৯১৯ জন। মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। বেশ কয়েকদিন নিয়ন্ত্রিত থাকার পর লাফিয়ে বাড়ল মৃত্যু। এখনও পর্যন্ত দেশে করোনা থাবায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬৫ হাজার ৮২ জন। 

এদিকে, গতকালের তুলনায় বাড়ল সক্রিয় আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪২ জন। গত ২৪ ঘণ্টা মিলিয়ে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২০ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। যা গতবছর মার্চ মাসের পর সর্বোচ্চ। দেশের অ্যাক্টিভ কেস মোট আক্রান্তের ০.৩৭ শতাংশ। যা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৩ লক্ষ টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত দেশে ১১৫ কোটি ২৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনও সংক্রমণের নিরিখে কেরলের সংক্রমণ সর্বোচ্চ। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার ১১১ জন। মৃত্যু হয়েছে ৩৭২ জনের। 

আরও পড়ুন, Coronavirus: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুও

অন্যদিকে,  বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী করোনা আক্রান্ত হয়েছে ৮৬০ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ১৭০টি। পজিটিভিটি রেট ১.৯৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮২৫ জন।

পরপর তিনদিন সংক্রমিতের সংখ্যা ৮০০ পার করেছে। মঙ্গলবার একদিনে সংক্রমিত হয়েছিলেন ৮১৯ জন। বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৬২ জন। রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে এখনও তাই চিন্তা বজায় রয়েছে৷ মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.