Coronavirus: ৬ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যু
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। যা গত ৬ মাসে সর্বনিম্ন।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। যা গত ৬ মাসে সর্বনিম্ন। একদিনে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ২৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪৮। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৮৮৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬৩৯ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৯০২।
মঙ্গলবারের সংক্রমণ সোমবারের তুলনায় কমেছে ১১.৭ শতাংশ। এদিকে কেরলেও কমছে দৈনিক করোনা সংক্রমণ। দক্ষিণের এই রাজ্যে এদিন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৫০। মৃত্যু হয়েছে ১৪৯ জনের।
আরও পড়ুন, Coronavirus: সপ্তাহের শুরুতে দেশে কমল করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি বাড়িয়ে কমছে মৃত্যু
ভারতে হায়দরাবাদভিত্তিক টিকাপ্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে এবার অনুমোদন দিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বছর ১৯ এপ্রিল ভারত বায়োটেক কোভ্যাক্সিনের অনুমোদন চেয়ে আবেদন জমা দিয়েছিল। কিন্তু তথ্য ও নথির ঘাটতি থাকায় সে সময় কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উৎসবের মরশুমে স্বস্তিতে বাংলা । একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে সামান্য বাড়ল মৃত্যু। এর মাঝেও চিন্তা বাড়াচ্ছে বাংলার সংক্রমণের হার বা পজিটিভিটি রেট। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সোমবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭২ জন। রবিবার তুলনায় কমেছে রাজ্যের করোনাজয়ীর সংখ্যা। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.২৭ শতাংশ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)