Corona Virus: ফের চোখ রাঙাবে করোনা! বিস্ফোরক দাবি চিনের বিখ্যাত ভাইরোলজিস্ট 'ব্যাটওম্যানের'
ডক্টর শি, চিনের ভাইরোলজির একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ যিনি বাদুড় এবং মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে এমন সংক্রামক এজেন্টের বাহক হিসাবে তাদের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। তিনি সাউথ চায়না মর্নিং পোস্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে করোনভাইরাস-সম্পর্কিত অসুস্থতার অতীত ঘটনাগুলির দিকে ইঙ্গিত করেছেন। ২০০৩ সালে গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম (SARS) এবং সাম্প্রতিক কোভিড-19 মহামারীকে, ভবিষ্যতে প্রাদুর্ভাবের সম্ভাবনার সূচক হিসাবে বর্ণনা করেছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডাঃ শি ঝেংলি, একজন বিখ্যাত চিনা ভাইরোলজিস্ট। তিনি ‘ব্যাটওম্যান’ নামেও পরিচিত। পশু থেকে উৎপত্তি হয় এমন ভাইরাসগুলির বিষয়ে বিস্তৃত অধ্যয়নের জন্য তাঁকে এই নামে ডাকা হয়। তিনি একটি নতুন করোনভাইরাসের সম্ভাব্য উত্থানের বিষয়ে একটি সতর্কতামূলক কথা জানিয়েছেন। ডাঃ শি কোভিড-১৯ মহামারীর বিধ্বংসী প্রভাব থেকে শিক্ষা নিয়ে বিশ্বব্যাপী প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।
ডক্টর শি, চিনের ভাইরোলজির একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ যিনি বাদুড় এবং মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে এমন সংক্রামক এজেন্টের বাহক হিসাবে তাদের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। তিনি সাউথ চায়না মর্নিং পোস্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে করোনভাইরাস-সম্পর্কিত অসুস্থতার অতীত ঘটনাগুলির দিকে ইঙ্গিত করেছেন। ২০০৩ সালে গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম (SARS) এবং সাম্প্রতিক কোভিড-19 মহামারীকে, ভবিষ্যতে প্রাদুর্ভাবের সম্ভাবনার সূচক হিসাবে বর্ণনা করেছেন তিনি।
আরও পড়ুন: Dengue Meeting: ডেঙ্গি পরিস্থিতি বেগালাম! মুখ্যমন্ত্রী নির্দেশে নবান্নে জোড়া বৈঠক
উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (ডব্লিউআইভি) ডাঃ শির দলের একটি গবেষণায় ৪০টি ভিন্ন করোনভাইরাস প্রজাতির প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, তারা এর অর্ধেককে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসাবে চিহ্নিত করেছেন। হংকং-ভিত্তিক দৈনিকের প্রতিবেদন অনুসারে, এর মধ্যে ছয়টি ইতিমধ্যেই মানুষের মধ্যে রোগ সৃষ্টি করেছে বলে জানা গিয়েছে। অন্য তিনটির মানুষ বা অন্যান্য প্রাণী প্রজাতিকে সংক্রামিত করার সম্ভাবনার প্রমাণ পাওয়া গিয়েছে।
গবেষণা থেকে জানা গিয়েছে যে একটি মারাত্মক রোগের ভবিষ্যতে উত্থান প্রায় নিশ্চিত। অন্য একটি করোনভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাবনা দেখা গিয়েছে। এই ভবিষ্যদ্বাণীটি জনসংখ্যার গতিশীলতা, জেনেটিক বৈচিত্র্য, হোস্ট প্রজাতি এবং জুনোসিসের ঐতিহাসিক উদাহরণ, প্রাণী থেকে মানুষের মধ্যে রোগের সংক্রমণের মতো কারণগুলি বিবেচনা করে ভাইরাল বৈশিষ্ট্যগুলির একটি বিস্তৃত বিশ্লেষণে ভিত্তি করে করা হয়েছে।
China’s ‘batwoman’ warns another coronavirus outbreak is ‘highly likely’https://t.co/nMAoQIdz3W
— South China Morning Post (@SCMPNews) September 24, 2023
আরও পড়ুন: Dengue Viral Fever differences: সব ভাইরাল জ্বর ডেঙ্গি নয়! কীভাবে বুঝবেন পার্থক্য
জুলাই মাসে ইমার্জিং মাইক্রোবস অ্যান্ড ইনফেকশনস-এ ইংরেজি-ভাষার জার্নালে প্রকাশিত হওয়া সত্ত্বেও, এই উদ্বেগজনক গবেষণাটি সম্প্রতি চিনা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
উল্লেখযোগ্যভাবে, চিনা ভাইরোলজিস্টরা বিতর্কিত উহান ইনস্টিটিউটে তার কাজকে ঘিরে সংবেদনশীলতার কারণে ডঃ শির সাম্প্রতিক গবেষণার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। এই মাসের শুরুর দিকে, একটি মার্কিন ফেডারেল সংস্থা আনুষ্ঠানিকভাবে WIV-এর জন্য ফান্ডের উপর ১০ বছরের নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)