Covid 19: বাড়ল মৃত্যুর হার, কমল দৈনিক সংক্রমণ; জগদ্ধাত্রী পুজোয় বহাল থাকছে নাইট কারফিউ

রাতে ঠাকুর দেখা বন্ধ চন্দননগরে।

Updated By: Nov 9, 2021, 12:01 AM IST
 Covid 19:  বাড়ল মৃত্যুর হার, কমল দৈনিক সংক্রমণ; জগদ্ধাত্রী পুজোয় বহাল থাকছে নাইট কারফিউ

নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজো ও কালীপুজোয় ছাড় দেওয়া হয়েছিল। আর জগদ্ধাত্রী পুজো? চন্দননগরে চারদিনই বহাল থাকছে নাইট কারফিউ। পুলিস কমিশনার জানিয়েছেন, সরকারের তরফে এখনও পর্যন্ত নয়া কোনও নির্দেশিকা জারি করা হয়নি। ফলে পুরনো নির্দেশিকা মেনেই নাইট কারফিউ বলবৎ থাকছে। সেক্ষেত্রে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঠাকুর দেখতে পারবেন না দর্শনার্থীরা। এদিকে গত ২৪ ঘণ্টার  রাজ্য়ে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, বেড়েছে মৃত্যু।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যা, গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৬০৩ জন। যা আগের তুলনায় বেশ খানিক কম। দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। শহরে আক্রান্তের সংখ্যা ১৪৯। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। তৃতীয় স্থানে হাওড়া, চতুর্থ স্থানে হুগলি। গত ২৪ ঘণ্টায় অবশ্য রাজ্যের সব জেলায় কম-বেশি আক্রান্তের হদিশ মিলেছে। 

আরও পড়ুন: COVID-19: ভারতীয়দের জন্য সুখবর, Covaxin-কে স্বীকৃতি সুইজারল্যান্ডের

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে  উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ২৪০ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৫৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭১, ৯৫২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.