কুকুরের কামড়ে বালিকার মৃত্যু, তাই বয়কট ভোট

মধ্যপ্রদেশের খান্ডোয়ায় রাস্তার কুকুরের কামড়ে মৃত্যু হল এক ছ বছরের বালিকার। আর এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিল সিহাদা গ্রামের বাসিন্দারা। অভিযোগ খান্ডোয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা বড়লোকদের অঞ্চল থেকে পাগল কুকুরদের ধরে এনে এই গ্রামে ছেড়ে দিচ্ছে।

Updated By: Apr 23, 2014, 01:25 PM IST

মধ্যপ্রদেশের খান্ডোয়ায় রাস্তার কুকুরের কামড়ে মৃত্যু হল এক ছ বছরের বালিকার। আর এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিল সিহাদা গ্রামের বাসিন্দারা। অভিযোগ খান্ডোয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা বড়লোকদের অঞ্চল থেকে পাগল কুকুরদের ধরে এনে এই গ্রামে ছেড়ে দিচ্ছে।

আর তাই জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাদের। এরই প্রতিবাদে ভোট বয়কট করছেন তাঁরা। নির্বাচন কমিশনের কর্মীরা অনেক চেষ্টা করেও গ্রামবাসীদের ভোট বয়কট থেকে বিরত করতে পারেননি।

দিদির সঙ্গে কাজ করতে গিয়ে প্রসাব করতে যায় সেই বালিকাটি। রাস্তার একদল কুকুর ওই বালিকাটিকে টানতে টানতে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও বালিকাটিকে বাচানো যায়নি।

.