মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি মৈত্রীর বার্তা দিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি মৈত্রীর বার্তা দিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। রাজনৈতিক মহলের মতে এনডিএর পক্ষে ২৭২ আসনে পৌছনো কঠিন। তাই, নতুন শরিক খুঁজতে পুরনো বন্ধু তৃণমূলের দিকে তাকিয়ে বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি মৈত্রীর বার্তা দিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। রাজনৈতিক মহলের মতে এনডিএর পক্ষে ২৭২ আসনে পৌছনো কঠিন। তাই, নতুন শরিক খুঁজতে পুরনো বন্ধু তৃণমূলের দিকে তাকিয়ে বিজেপি।
ব্রিগেড সমাবেশে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর শুরু হয় জল্পনা। তাহলে কি মোদী-মমতা সমঝোতার সম্ভাবনা বাড়ছে? এনিয়ে বাম ও কংগ্রেস শিবিরের আক্রমণের আক্রমণের মুখে পড়ে তৃণমূল। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে বিজেপিকে আক্রমণ করা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৭ এপ্রিল শ্রীরামপুরের জনসভায় সারদা কেলেঙ্কারি সহ নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন মোদী। বিরোধিরা তখন অভিযোগ করেছিলেন গট-আপ গেমের। শুক্রবার, নৈহাটির জনসভায় সেই অভিযোগেই সিলমোহর দিয়ে গেলেন বিজেপি সভাপতি। বাতলে দিলেন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের লাভের ফর্মূলাও।
কেন তৃণমূলকে এই বন্ধুত্বের বার্তা? রাজনৈতিক মহলের মতে বহু রাজ্যে বিজেপির সংগঠন দুর্বল। সেখানে, আঞ্চলিক দলগুলিই মূল শক্তি। তাই, ২৭২রের ম্যাজিক ফিগারে পৌছনো নিয়ে সংশয় রয়েছে বিজেপির অন্দরেই। ২৬ এপ্রিল, সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে নরেন্দ্র মোদীও বলেছিলেন, সব দলের জন্যই তাঁদের দরজা খোলা।বিজেপি সূত্রে খবর, ভোটের পর জয়ললিতা, নবীন পট্টনায়েক, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরা নিয়ে যথেষ্ট আশাবাদী তারা।
মমতা বন্দ্যোপাধ্যায় এখন নরেন্দ্র মোদীর সমালোচনা করলেও মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা। দু-হাজার একে বিধানসভা ভোটে তিনি এনডিএ ছেড়ে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। ভোটে হেরে ফের এনডিএ সরকারের মন্ত্রীও হন। অতীতের এই ইতিহাসের দিকে তাকিয়েই মমতাকে নিয়ে আশাবাদী বিজেপি। শুক্রবার, নৈহাটির জনসভায় তারই ইঙ্গিত দিয়ে গেলেন রাজনাথ সিং।