নির্বাচন কমিশনে নালিশ রাজ্য বিজেপির
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কমিশনেই অভিযোগ জানাল রাজ্য বিজেপি। রাহুল সিনহার নেতৃত্বে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল আজ দেখা করে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের সঙ্গে। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যে তৃতীয় দফার ভোটে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কমিশনেই অভিযোগ জানাল রাজ্য বিজেপি। রাহুল সিনহার নেতৃত্বে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল আজ দেখা করে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের সঙ্গে। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যে তৃতীয় দফার ভোটে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের যা ব্যবস্থা নেওয়ার কথা ছিল তার কিছুই প্রায় নেওয়া হয়নি বলে দাবি বিজেপি নেতাদের। এর জেরে তৃতীয় দফার ভোট কার্যত প্রহসনে পরিণত হয় বলে সুধীর কুমার রাকেশকে অভিযোগ করেছে বিজেপি। পরের দু-দফার ভোটে যাতে আগে থেকেই যথাযথ নিরাপত্তার ব্যাবস্থা করা হয় সেজন্য কমিশনে আবেদন জানানো হয়েছে।