রাহুল গড়ে আজ হুল ফোটাতে `মিশন ইমপসিবলে` মোদী

রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্র আমেথিতে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। স্মৃতির সমর্থনে প্রচারে আজ ঝড় তুলতে চান মোদী। সবাই তাকিয়ে রাহুল গড়ে দাঁড়িয়ে আক্রমণে কতটা হুল ফোটাতে পারেন মোদী।

Updated By: May 5, 2014, 11:27 AM IST

রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্র আমেথিতে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের শক্ত ঘাঁটি আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। স্মৃতির সমর্থনে প্রচারে আজ ঝড় তুলতে চান মোদী। সবাই তাকিয়ে রাহুল গড়ে দাঁড়িয়ে আক্রমণে কতটা হুল ফোটাতে পারেন মোদী।

আগে ঠিক ছিল আমেথিতে সভা করবেন না মোদী। কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির ভারপ্রাপ্ত অমিত শাহ নিজের পরিকল্পনায় দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমেথিতে আসছেন। এমনিতে আপ- প্রার্থী কুমার বিশ্বাস ভোটে দাঁড়িয়ে কংগ্রেস বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার অঙ্কে রাহুলের জয় নিশ্চিত মনে করা হচ্ছে। তবে মার্জিন কমানো আর রাহুলকে চাপে রাখতেই মোদীর সভার আয়োজন করা হয়েছে।

প্রত্যাশিতভাবে আমেথিতে অনুন্নয়নের কথা বলে বিজেপি প্রার্থীকে জেতানোর কথা বলবেন মোদী। তবে অনেকই মনে করছেন আজই হয়তো প্রচারের সেরা তুরুপের তাসটা বের করবেন মোদী।

আমেথি কেন্দ্রে লোকসভা ভোটে গত দুবার বিপুলভোটে জেতেন রাহুল গান্ধী। তার আগে,১৯৯৯ লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জেতেন সোনিয়া গান্ধী। তবে গান্ধীগড়েও ১৯৯৮ লোকসভা ভোটে সবাইকে অবাক করে জেতেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং।

.